Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ঘুষ নিয়ে সিবিআইয়ের জালে চিকিৎসক

ফাঁকা জাতীয় সড়কে এক ব্যক্তির থেকে সবে টাকা নিয়েছিলেন সরকারি গাড়ির চালক। গাড়িতে বসে থাকা ‘ডাক্তারবাবুর’ হাতে দেওয়ারও সময় পাননি। মাটি ফুঁড়ে উঠে এলেন ক’জন। ওই গাড়িচালক ও ডাক্তারবাবুকে পাকড়াও করে সোজা থানায়!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০২:৫৮
Share: Save:

ফাঁকা জাতীয় সড়কে এক ব্যক্তির থেকে সবে টাকা নিয়েছিলেন সরকারি গাড়ির চালক। গাড়িতে বসে থাকা ‘ডাক্তারবাবুর’ হাতে দেওয়ারও সময় পাননি। মাটি ফুঁড়ে উঠে এলেন ক’জন। ওই গাড়িচালক ও ডাক্তারবাবুকে পাকড়াও করে সোজা থানায়!

বৃহস্পতিবার ফরাক্কার কাছে এনটিপিসি মোড় থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রীয় সরকারি চিকিৎসক রমেশ গোজে ও তাঁর গাড়িচালক গোকুলচন্দ্র সাহাকে এ ভাবে পাকড়াও করেছেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার অফিসারেরা। তাঁদের কাছ থেকে ঘুষের ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গুজরাতের বাসিন্দা রমেশ সম্প্রতি মালদহে পোস্টিং পেয়েছিলেন।

সিবিআই জানায়, বিড়ি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কার্ড রয়েছে। সেটি বিনামূল্যে মেলে। খবর মেলে, ওই কার্ড তৈরির জন্য মালদহ ও মুর্শিদাবাদের শ্রমিকদের কাছ থেকে রমেশ টাকা নিচ্ছেন। গোকুলও সেই কাজে যুক্ত। রমেশের পিছু নেওয়া শুরু করে সিবিআই। জোগাড় করা হয় রমেশের ঠিকুজি-কুষ্টিও। কিছু দিন ধরে ওই দুই জেলায় জাল পাতলেও ধরা যাচ্ছিল না তাঁদের। বৃহস্পতিবার জালে ধরা পড়েন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Bribe Doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE