Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জামিন অযোগ্য ধারা কেন, সরব ডাক্তাররা

সংগঠনের বক্তব্য, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে গাফিলতির অভিযোগ এনে ডাক্তারদের মারধর করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা হচ্ছে। এতে চিকিৎসকদের একটা বড় অংশ আতঙ্কিত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৪:১০
Share: Save:

চিকিৎসকদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় অভিযোগ দায়ের বন্ধ করা এবং নতুন স্বাস্থ্যবিল নিয়ে আরও খোলাখুলি আলোচনার দাবি উঠল চিকিৎসকদের নবগঠিত সংগঠন ‘ডক্টর্স ফর পেশেন্ট’( ডোপা)–এর আলোচনা সভায়।

সংগঠনের বক্তব্য, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে গাফিলতির অভিযোগ এনে ডাক্তারদের মারধর করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা হচ্ছে। এতে চিকিৎসকদের একটা বড় অংশ আতঙ্কিত। শনিবারের আলোচনা সভায় তাঁরা জানান, আশঙ্কাজনক রোগীর চিকিৎসা বা অস্ত্রোপচার করতে এখন তাঁরা ভয় পাচ্ছেন। পাছে রোগীর আবস্থা খারাপ হলে তাঁর পরিজনেরা চিকিৎসককে আক্রমণ করে বসেন।

এ দিনের অনুষ্ঠানে চিকিৎসকেরা দাবি করেন, যে কোনও অপরাধে অভিযুক্তের বিচার একটি প্রতিষ্ঠান করে। কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে রোগী ও তাঁর পরিজনেরা একাধিক জায়গায় অভিযোগ করছেন। চিকিৎসককেও একাধিক জায়গায় গিয়ে বার বার জবাবদিহি করতে হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একই ঘটনায় চিকিৎসকের উপর একাধিক জায়গা থেকে ক্ষতিপূরণ ধার্য করা যাবে না। তবু চিকিৎসকেরা নিঃসংশয় হতে পারছেন না। নতুন স্বাস্থ্যবিলে চিকিৎসকদের আপত্তির দিকগুলিও এ দিন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ডোপার তরফে চিকিৎসক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়রা বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক-রোগী সম্পর্কের উন্নতির উপরেও জোর দেন। কৃষ্ণেন্দুবাবুর কথায়, ‘‘চিকিৎসকদের শুধু সমালোচনা না করে যদি একটু উৎসাহ দেওয়া হয় আর চিকিৎসকেরা যদি নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন, তা হলে অর্ধেক সমস্যা মিটে যাবে।’’ এ দিন বাম সমর্থিত ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিসেস ডক্টর্স’-এর তরফে ওয়েলিংটন স্কোয়ারে চিকিসৎসকদের হেনস্থার প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE