Advertisement
২০ এপ্রিল ২০২৪

কী বললেন শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষার স্বাধিকারে সরকার হস্তক্ষেপ করবে কেন?

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৩
Share: Save:

উচ্চশিক্ষার স্বাধিকারে সরকার হস্তক্ষেপ করবে কেন?

•শিক্ষামন্ত্রী: করবে, কারণ এটা পাবলিক মানি। ১৬-১৭ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অডিটই হয়নি। এমন চললে সরকার হাত গুটিয়ে থাকবে? সরকারের কাজ কি শুধু স্ট্যাম্প মারা? স্বাধিকারে হস্তক্ষেপ করছি না, নিয়মানুবর্তিতা কায়েমই লক্ষ্য।

কোনও সভ্য দেশে সরকার বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের চেষ্টা করে না। আপনারা করছেন কেন?

•শিক্ষামন্ত্রী: সরকারের উদ্যোগের ভুল ব্যাখ্যা হচ্ছে। তা ছাড়া ইউজিসি-র নিয়মেই শিক্ষা, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে।

উচ্চশিক্ষাকে দলের নিয়ন্ত্রণে রাখা বাম জমানার দস্তুর ছিল। আপনারা কি আরও এগিয়ে তাকে আইনের শিকলে বাঁধতে চান?

•শিক্ষামন্ত্রী: কোথায়? বাম জমানার মতো একটা ঘটনা দেখান! শুভঙ্কর চক্রবর্তী, পবিত্র সরকার, রমেন পোদ্দারের মতো উপাচার্যরা সক্রিয় সিপিএম করতেন। শুভঙ্করবাবু মমতাদির বিরুদ্ধে প্রার্থীও হন। বহু শিক্ষক ক্লাসে না গিয়ে শুধু মিছিল করতেন। আমরা বলছি, মিছিল করুন, কিন্তু আগে ক্লাসে যান।

কলেজশিক্ষক, শিক্ষাকর্মী সকলকে ‘পাবলিক সার্ভেন্ট’ আখ্যা দেওয়ার পিছনে ভাবনা কী?

• শিক্ষামন্ত্রী: ওটা বিলে কে ঢুকিয়েছে জানি না। আমি বলিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Higher education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE