Advertisement
২০ এপ্রিল ২০২৪
State news

গুরুঙ্গপন্থীদের বাড়ি, পার্টি অফিসে আগুন, তথ্য লোপাটের চেষ্টা: পুলিশ

ওই রাতে প্রথমে পাতলেবাসে একই সঙ্গে পাঁচটি বাড়িতে আগুন লাগানো হয়েছে। ওই পাঁচটি বাড়িই বিমল গুরুঙ্গের সমর্থকদের।

ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি। —নিজস্ব চিত্র।

ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ০৯:২০
Share: Save:

একই দিনে পাঁচ গুরুঙ্গপন্থীর বাড়ি এবং একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হল। শনিবার রাতের ঘটনা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, দমকল এবং ফরেন্সিক দল।

পুলিশ জানিয়েছে, ওই দিন রাত ২টো নাগাদ প্রথমে পাতলেবাসে একই সঙ্গে পাঁচটি বাড়িতে আগুন লাগানো হয়েছে। ওই পাঁচটি বাড়িই বিমল গুরুঙ্গের সমর্থকদের। আর ঠিক তার পরই পাতলেবাসে বিমল গুরুঙ্গে পার্টি অফিসও জ্বালিয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলের খুব কাছেই গুরুঙ্গেই বাড়ি রয়েছে। গুরুঙ্গে বাড়ির কোনও ক্ষতি হয়নি। প্রতিটা বাড়ি ফাঁকাই পড়ে রয়েছে। তাই হতাহতের খবর নেই।

আরও পড়ুন: ‘এমন স্বতঃস্ফূর্ত আবেগ জীবনে কখনও দেখিনি’

ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের অনুমান, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য এবং তথ্য লোপাট করতে খোদ গুরুঙ্গই এই কাজ করিয়েছেন। কারণ, গত কয়েক মাস ধরেই গুরুঙ্গের খাস তালুক পাতলেবাসে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। গুরুঙ্গ সেটা জানত। তার কোনও গোপন তথ্য যাতে পুলিশের হাতে না আসে তাই তড়িঘড়ি আগুন লাগিয়ে সব লোপাট করার ফন্দি আঁটে গুরুঙ্গ। পাশাপাশি চেষ্টা ছিল ঘটনার মোড় ঘোরাবারও।

দেখুন ভিডিও:

এ দিকে, স্থানীয়রা আবার পুরোটাই তামাঙ্গপন্থীদের কাজ বলে অভিযোগ করছেন। তাঁরা জানান, ওই রাতে বিনয় তামাঙ্গের সঙ্গী কয়েকজন যুবক এলাকায় আসেন। আগুন লাগিয়ে দেন এবং ফিরে যাওয়ার সময় পাতলেবাস থেকে গুরুঙ্গের নাম মুছে দেওয়ার শাসানিও দিয়ে যান।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE