Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বন্যা এক নজরে

বন্যাবিধ্বস্ত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ, সোমবার বিএ, বিএসসি-র জেনারেল বিভাগের পরীক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০৩:৩৬
Share: Save:

বন্যাদুর্গতদের জন্য পরীক্ষা বিকল্প দিনে

বন্যাবিধ্বস্ত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ, সোমবার বিএ, বিএসসি-র জেনারেল বিভাগের পরীক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে। প্লাবিত এলাকার পরীক্ষার্থীরা এ দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না-পারলে তাঁদের জন্য অন্য কোনও দিন পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ রবিবার জানান। উপাচার্য সুগত মারজিত জানিয়ে দিয়েছেন, এই বন্দোবস্ত শুধু বন্যাদুর্গত অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য। অন্য ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগের অপব্যবহার করতে না-পারেন, সে-দিকে নজর রাখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘নির্দিষ্ট দিনে অনুপস্থিত থাকলে তার কারণ দর্শাতে হবে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ সেই তথ্য যাচাই করবেন। কারণ সত্য প্রমাণিত হলে তবেই অন্য কোনও দিন পরীক্ষায় বসার সুযোগ মিলবে।’’

মন্ত্রীকে ঘিরে ক্ষোভ হারিটে

হুগলিতে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে রবিবার রাতে দাদপুরের হারিটে দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্গতেরা তাঁকে ঘিরে জানতে চান, মন্ত্রী কেন রাতে এলাকা পরিদর্শনে এলেন। পরিস্থিতি কতটা খারাপ, তিনি তো তা বুঝতে পারলেন না। ঘিয়া নদীর বাঁধের উপরে বস্তা দেওয়ারও দাবি জানান তাঁরা। প্রশাসনের তরফে তখনই ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানানো হয়। এতে ক্ষোভ বাড়ে দুর্গতদের। তখন পুরমন্ত্রী আশ্বাস দেন, ‘‘প্রশাসন দুর্গতদের জন্য সব রকম ব্যবস্থাই করবে।’’ এর পরেই মন্ত্রী ফিরে যান।

বিক্ষোভ বন্ধ

দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকাগুলিতে আজ, সোমবার থেকে সাত দিন বিক্ষোভ কর্মসূচি বন্ধ রাখবে বিজেপি। তবে যে সব জায়গায় বন্যা হয়নি, সেখানে বিক্ষোভ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে আর্জি জানান, সরকার ছাড়া কেউ যেন ত্রাণ নিয়ে না যায়। বিজেপি নেতা রীতেশ তিওয়ারি বলেন, ‘‘শীঘ্রই আমাদের প্রতিনিধিরা ত্রাণ বিলি করতে বেরোবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE