Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জেরা হবে অভিনেত্রীর পরিচিত চার জনের

অভিনেত্রী সোমা বাগ ওরফে সোমা ঘোষকে গ্রেফতার করার পরে প্রতারণার জড়িত আরও লোকজনের হদিস পেতে এ বার পুরুলিয়ার চার জনকে জেরা করবে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৩:৪২
Share: Save:

অভিনেত্রী সোমা বাগ ওরফে সোমা ঘোষকে গ্রেফতার করার পরে প্রতারণার জড়িত আরও লোকজনের হদিস পেতে এ বার পুরুলিয়ার চার জনকে জেরা করবে পুলিশ।

কিছুদিন আগে পুরুলিয়ার এক ব্যবসায়ীর দায়ের করা প্রতারণার অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ একদা পুরুলিয়ার বাসিন্দা সোমা বাগ ওরফে সোমা ঘোষকে গ্রেফতার করে। ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, সিনেমা তৈরির নাম করে সোমা তাঁর থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করে নিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আগামী ১৮ মে পর্যন্ত তাঁকে কলকাতা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ হয়।

ওই ঘটনার পরেই সোমার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ সামনে উঠে আসতে থাকে। তার মধ্যে দু’টি অভিযোগ পুরুলিয়া সদর থানায় হয়। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে ব্যবসায়ী, তাঁর মায়ের পুরুলিয়া শহরে একটি পোশাকের দোকান রয়েছে। সেখানে যাতায়াতের সূত্রে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছিলেন সোমা। অভিযোগ, ইটের ব্যবসায় লগ্নির নাম করে তাঁর থেকেও কয়েক দফায় প্রায় ৪৮ লক্ষ টাকা জালিয়াতি করেন সোমা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে একটি তদন্তকারী দল পুরুলিয়ায় এসে চার জনকে নোটিস দিয়েছে। যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়েছে তাঁরা সোমার পরিচিত বলে পুলিশের দাবি।

জেলা পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়েছেন, পুরুলিয়ায় সোমার নামে যে দু’টি মামলা আছে তার জন্যও সোমাকে জেরা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fraud Actress Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE