Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হাকিমের নড়াচড়া বারণ, ডাক্তারের রিপোর্ট নিয়ে প্রশ্ন

ভর্তি করিয়ে চিকিত্‌সার দরকার নেই বলে হাসপাতালের তরফে আগে বেশ কয়েক বার জানানো হয়েছিল। কিন্তু এসএসকেএম-কর্তৃপক্ষ আজ, বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে রিপোর্টে জানাচ্ছেন, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত আব্দুল হাকিমকে বেশি নাড়াচাড়া করা যাবে না। করলে সমস্যা হতে পারে। ডাক্তারদের মত আচমকা বদলে গেল কেন, প্রশ্ন উঠছে প্রশাসনেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০৩:৪০
Share: Save:

ভর্তি করিয়ে চিকিত্‌সার দরকার নেই বলে হাসপাতালের তরফে আগে বেশ কয়েক বার জানানো হয়েছিল। কিন্তু এসএসকেএম-কর্তৃপক্ষ আজ, বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে রিপোর্টে জানাচ্ছেন, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত আব্দুল হাকিমকে বেশি নাড়াচাড়া করা যাবে না। করলে সমস্যা হতে পারে। ডাক্তারদের মত আচমকা বদলে গেল কেন, প্রশ্ন উঠছে প্রশাসনেই।

পিজি-কর্তৃপক্ষ হাকিমের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে জানাচ্ছেন, তার শরীরে অন্য কোনও উল্লেখযোগ্য অসুবিধা নেই। কিন্তু তার পায়ের ক্ষতস্থানে চামড়া গ্রাফটিং করা হয়েছে বলেই তাকে নিয়ে বেশি নড়াচড়া হলে সমস্যা দেখা দিতে পারে। ক্ষতস্থানে ড্রেসিং দরকার বলে তাকে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখাটাও জরুরি।

হাকিমের মেডিক্যাল রিপোর্ট নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। পুরোপুরি সুস্থ না-হওয়া পর্যন্ত তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারছে না এনআইএ। তাই এসএসকেএমের কাছে হাকিমের শারীরিক অবস্থা সম্পর্কে রিপোর্ট চেয়েছিল তারা। বুধবার মেডিক্যাল বোর্ড ফের হাকিমকে পরীক্ষা করে। হাকিমের শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলে উল্লেখ করেও তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ব্যাপারে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন পিজি-কর্তৃপক্ষ।

পিজি-র এক কর্তা বলেন, এনআইএ জানতে চেয়েছিল, হাকিমকে তাদের হেফাজতে নেওয়ার ব্যাপারে চিকিত্‌সাগত কোনও বাধা আছে কি না। এবং ওই তদন্ত সংস্থার হেফাজতে থাকলে চিকিত্‌সকদের নিয়মিত নজরদারি প্রয়োজন কি না। “আমরা জানাচ্ছি, হাকিমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না। আর ২৪ ঘণ্টা চিকিত্‌সকের নজরদারি প্রয়োজন না-হলেও কিছু দিন তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখাটাই শ্রেয়,” বলেছেন ওই হাসপাতাল-কর্তা।

প্রশাসনিক মহলের একাংশের প্রশ্ন, এর আগে হাসপাতাল-কর্তৃপক্ষ একাধিক বার বলেছিলেন যে, হাকিমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিত্‌সা করার তেমন প্রয়োজনই নেই। অথচ এখন তাঁরাই বলছেন, ওই অভিযুক্তকে বেশি নড়াচড়া করানো ঠিক নয়। হঠাত্‌ চিকিত্‌সকদের এই মত পরিবর্তনের কারণটা কী?

হাসপাতাল-কর্তারা জানাচ্ছেন, এর আগে, ১৭ অক্টোবর হাকিমের বাঁ পায়ের ক্ষতে গ্রাফটিং হয়েছিল। কিন্তু সেটা সফল হয়নি। সোমবার ফের গ্রাফটিং হয়েছে। বৃহস্পতিবার ক্ষতস্থান খুলে ড্রেসিংয়ের সময়ে বোঝা যাবে, দ্বিতীয় দফার গ্রাফটিং সফল হয়েছে কি না। তার আগে হাসপাতাল কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই ওই ব্যক্তিকে বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE