Advertisement
২৩ এপ্রিল ২০২৪

তিন তালাক বন্ধের পক্ষে

তিন তালাক বন্ধের দাবিতে একাধিক সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে আগামী ১১ মে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। তার আগে শনিবার কলকাতা প্রেস ক্লাবে তিন তালাক বন্ধের দাবিতে সরব হলেন বিভিন্ন ক্ষেত্রের বক্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share: Save:

তিন তালাক বন্ধের দাবিতে একাধিক সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে আগামী ১১ মে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। তার আগে শনিবার কলকাতা প্রেস ক্লাবে তিন তালাক বন্ধের দাবিতে সরব হলেন বিভিন্ন ক্ষেত্রের বক্তারা।

‘প্রগতিশীল মুসলিম সমাজ’ আয়োজিত এই সভায় প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুসলিম নারীদের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিতে

তিন তালাক রদ করতেই হবে। তিন তালাকের সুবিধা মুসলিম পুরুষতন্ত্র ভোগ করে। এটা বরদাস্ত করা যায় না।’’ অধ্যাপক সৈয়দ তনবীর নাসরিনের ব্যাখ্যা, ‘‘তিন তালাক বিধি কোরানের কোথাও উল্লেখ নেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড সম্প্রতি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে মুসলিম পুরুষেরা তাঁদের স্ত্রীদের তিন তালাক দিয়ে চলেছে। স্বাধীনতার ৭০ বছর পরেও মুসলিম

মহিলাদের সাংবিধানিক অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে, এটা লজ্জার।’’ একই সুর ছিল রোশেনারা খান, কাজী মাসুম আখতারের বক্তব্যেও। তিন তালাক বাতিলের দাবিতে ৯ ও ১০ মে দিল্লির যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখাবে এই সংঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Triple Talaq Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE