Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আড়ি পাতা মামলা খারিজ মুকুলের

রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সিআইডির তরফে দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, মুকুল রায় তাঁর যে চারটি নম্বরে আড়ি পাতার অভিযোগ তুলেছেন, তার কোনওটিতেই কখনও আড়ি পাতার নির্দেশ জারি করা হয়নি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:০৩
Share: Save:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মুকুল রায়ের ফোনে আড়ি পাতার অভিযোগের মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সিআইডির তরফে দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, মুকুল রায় তাঁর যে চারটি নম্বরে আড়ি পাতার অভিযোগ তুলেছেন, তার কোনওটিতেই কখনও আড়ি পাতার নির্দেশ জারি করা হয়নি। পুলিশের দাবি, মুকুল রায় যে সংশয় প্রকাশ করেছেন, তা ভুল ও ভিত্তিহীন। বিচারপতি বিভু বাখরুকে রাজ্যের আইনজীবী রাজা চট্টোপাধ্যায় জানান, রাজ্যের বক্তব্য মুখবন্ধ খামে হলফনামা দিয়ে জানানো হয়েছে।

এর পরে হলফনামার গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান বিচারপতি। তার পরে জানান, পুলিশের হলফনামার ভিত্তিতেই এই মামলা আপাতত খারিজ করে দেওয়া হচ্ছে। মুকুলের আইনজীবী অরবিন্দ নিগম রাজ্যের হলফনামার কপি চেয়েছিলেন। তাতেও রাজ্যের আইনজীবীরা আপত্তি তোলেননি। মুকুলের আইনজীবীদের দাবি, ভবিষ্যতে কোনও প্রমাণ পেলে ফের এই আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে মুকুলবাবুকে।

শুনানির সময় পদ্মফুল ব্যাজ লাগিয়ে হাজির ছিলেন মুকুল রায়ও। রায়ের পরে তিনি বলেন, ‘‘প্রমাণ পেলে নিশ্চয়ই আবার আসব।’’ তবে তাঁর অভিযোগ, ‘‘রাজ্য হলফনামা দিয়েও মিথ্যে কথা বলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE