Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আদালতেও খারিজ, আজ নন্দীগ্রামে নেই কংগ্রেস

আদালতে গিয়েও সুরাহা হল না। নন্দীগ্রামে সভা করার অনুমতি পেল না কংগ্রেস। আজ, শনিবার সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে জনসভা হওয়ার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ২২:০১
Share: Save:

আদালতে গিয়েও সুরাহা হল না।

নন্দীগ্রামে সভা করার অনুমতি পেল না কংগ্রেস। আজ, শনিবার সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে জনসভা হওয়ার কথা ছিল। স্থানীয় জেলা প্রশাসন সেই সভা করতে অনুমতি না দেওয়ায় কংগ্রেস শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে মামলাটি শুনানির জন্য ওঠে। সরকার ও কংগ্রেসের আইনজীবীর বক্তব্য শোনার পরে বিচারপতি নির্দেশ দেন, নিয়ম মেনে প্রশাসন ও দমকলের কাছে কংগ্রেসকে আবেদন জানাতে হবে। তার পরেই স্থানীয় প্রশাসনকে তিনি নির্দেশ দেবেন, সভা করার ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে।

আদালতের নির্দেশ জানার পরে অধীর বলেন, ‘‘শনিবারে সভা হবে না ঠিকই, তবে নন্দীগ্রামে আমরা সভা করবই। আদালতের নির্দেশ মতো জেলা প্রশাসন ও দমকলের কাছে আবেদন জানানো হবে। কারণ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, সভা করার অনুমতি স্থানীয় প্রশাসনই দেবে।’’ অবশ্য প্রশাসনের সমালোচনা করে অধীর বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সরকারি সভাকে দলের রাজনৈতিক সভায় পরিণত করলে দোষ হয় না! কিন্তু আমরা বিরোধীরা সভা করতে গেলেই, নানা ছুতোয় অনুমতি দেওয়া হয় না।’’ ব্রিটিশ আমলেও রাজনৈতিক দলকে সভা করতে দেওয়া হত জানিয়ে অধীরের কটাক্ষ, ‘‘রাওলাটের আইনের প্রতিবাদ করতে গিয়ে জালিওয়ানাবাগে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। আজ তৃণমূলের শাসনে বাংলায় সেই রাওলাট আইনই কি ফিরে আসছে?’’ কলকাতায় এ দিনই বস্তিবাসীদের জন্য ভর্তুকিতে বিদ্যুতের দাবিতে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পায়নি বামফ্রন্ট। শেষ পর্যন্ত আপত্তি উড়িয়েই ছোট ম্যাটাডোর-মঞ্চে দাঁড়িয়ে সভা করেছেন কলকাতার বাম নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE