Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জমি দখলে বাধা দিয়ে আক্রান্ত মা-মেয়ে

দশ দরগার ঘোষপাড়া এলাকায় বাড়ি ইশাহক আলির৷ তার আড়াই বিঘা জমিকে ঘিরেই যাবতীয় গোলমালের সূত্রপাত৷ ইশাহক আলির দাবি, ২০০৬ সালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকায় জমিটি কিনেছিলেন তিনি৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৩:০৯
Share: Save:

জমির দালালদের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ৷ বাধা দিতে গেলে তার মেয়েকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷ জলপাইগুড়ির দশ দরগার ঘটনা৷ গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও সে দিন কোতোয়ালি থানা অভিযোগ নেয়নি বলে অভিযোগ গৃহবধূর ৷ শনিবার অবশ্য অভিযোগ নেওয়া হয়৷

জানা গিয়েছে, দশ দরগার ঘোষপাড়া এলাকায় বাড়ি ইশাহক আলির৷ তার আড়াই বিঘা জমিকে ঘিরেই যাবতীয় গোলমালের সূত্রপাত৷ ইশাহক আলির দাবি, ২০০৬ সালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকায় জমিটি কিনেছিলেন তিনি৷ কিন্তু কয়েক বছর আগে তাকে না জানিয়ে কৌশলে কয়েকজন জমির দালাল ওই জমিটি সিকিমের একজনের কাছে বিক্রি করে দেন৷ যা নিয়ে একাধিকবার গোলমালও হয়৷ কয়েকবার সালিশি সভাও হয় ৷ সভায় সিদ্ধান্ত হয় তাকে জমির দাম দিয়ে দেওয়া হবে৷ যতদিন না সেই দাম দেওয়া হচ্ছে ততদিন তার দখলেই জমিটি থাকবে৷ সেই অনুযায়ী তারা জমিতে চাষ করতে থাকেন৷

ইশাহক আলির অভিযোগ, দিন কয়েক আগে ফের কয়েক জন দালাল তাদেরকে জমিটি ছেড়ে দিতে বলেন। কিন্তু তারা রাজি হননি৷ তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার আমার স্ত্রী ও মেয়ে জমিতে কাজ করছিল৷ সেই সময় কয়েকজন দালাল ওঁদের সরে যেতে বলে৷ আমার স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করে তারা৷ স্ত্রীর চিৎকার শুনে আমি পৌঁছতেই দেখি তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ আমার মেয়ে বাধা দিতে গেলে তার শ্লীলতাহানি করা হয়৷ তাকেও মারধোর করা হয়৷ আশপাশের লোকেরা ছুটে এসে আমাদের বাঁচায়৷

তিনি জানান, পুলিশ ওই দিন অভিযোগ নেয়নি৷ এ দিন ফের থানায় গেলে অভিযোগ নেয়৷
যদিও কোতোয়ালি থানার পুলিশ তা মানতে চায়নি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE