Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুভাষকে সরাতে চিঠি বিক্ষুব্ধদের

যদিও বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এ রকম ঘটনা আমার জানা নেই। যদি কেউ এমনটা চেয়ে থাকেন, সে চাওয়া অবাস্তব।’’ আর অভিযোগকারীরা আদৌ বিজেপি-র কেউ কি না, সে প্রশ্ন তুলেছেন সুভাষবাবু। বলেছেন, ‘‘পুরো ঘটনা দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০৩:৫৯
Share: Save:

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সুভাষ সরকারকে পদ থেকে সরানোর দাবি উঠল তাঁরই জেলা বাঁকুড়া থেকে। দাবি তুলেছেন বিজেপি-রই কিছু নেতা। সুভাষবাবুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের অপসারণ চেয়ে বৃহস্পতিবার তাঁরা রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন।

যদিও বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এ রকম ঘটনা আমার জানা নেই। যদি কেউ এমনটা চেয়ে থাকেন, সে চাওয়া অবাস্তব।’’ আর অভিযোগকারীরা আদৌ বিজেপি-র কেউ কি না, সে প্রশ্ন তুলেছেন সুভাষবাবু। বলেছেন, ‘‘পুরো ঘটনা দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব।’’

বাঁকুড়ায় বিজেপি-র অন্দরে কোন্দলের খবর দলের রাজ্য নেতৃত্বের অজানা নয়। সূত্রের খবর, সম্প্রতি বাঁকুড়ায় গিয়ে এ ব্যাপারে
অনেককে সতর্ক করে আসেন বিজেপি-র রাজ্য সভাপতি। তবে তাতে যে কাজ হয়নি তার প্রমাণ মেলে বৃহস্পতিবার। এ দিন জেলা সম্পাদকমণ্ডলীর ১৯ জন সদস্যের মধ্যে ১১ জন সংবাদমাধ্যমের কাছে সুভাষবাবু ও বিবেকানন্দবাবুর বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে আঁতাঁত-সহ বিভিন্ন অভিযোগ তোলেন। দাবি করেন পদ থেকে সরাতে হবে ওই দু’জনকে।

দলের কাজে এ দিন উত্তর ২৪ পরগনার বসিরহাটে ছিলেন সুভাষবাবু। অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি ফোনে বলেন, ‘‘আমরা জীবন পণ করে দল করছি। আর কিছু লোক ভিত্তিহীন অভিযোগ করছে। এরা বিজেপি-র কেউ কি না, সন্দেহ হয়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subhas Sarkar BJP সুভাষ সরকার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE