Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফোনেই অঞ্জলি দেবেন মদন

আইনের গেরোয় পুজোর আগে বাড়ি ফিরতে পারছেন না মদন মিত্র। তা জেনে দৃশ্যতই হতাশ প্রাক্তন মন্ত্রী জানান, এই নিয়ে তিন বার বাড়ির পুজোয় থাকতে পারছেন না তিনি। তবে এ বার মোবাইলে ফোনে অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৮
Share: Save:

আইনের গেরোয় পুজোর আগে বাড়ি ফিরতে পারছেন না মদন মিত্র। তা জেনে দৃশ্যতই হতাশ প্রাক্তন মন্ত্রী জানান, এই নিয়ে তিন বার বাড়ির পুজোয় থাকতে পারছেন না তিনি। তবে এ বার মোবাইলে ফোনে অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন।

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মদনবাবুকে জামিন দিয়ে আলিপুর জেলা আদালত শর্ত দিয়েছিল— তিনি ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না। মদনবাবুর বাড়ি কালীঘাট থানার অধীন। আলিপুর আদালতের নির্দেশের সংশোধন চেয়ে আবেদন করেছিলেন মদনবাবু। বুধবার আদালত জানিয়ে দিয়েছে, সেই আবেদনের শুনানি হবে ২৩ নভেম্বর, অর্থাৎ পুজোর পরে।

আলিপুরের আইনজীবীদের একাংশ জানান, মদনবাবুর জমিন খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছে সিবিআই। সেই মামলার শুনানি কবে হবে, ৫ অক্টোবর তা ঠিক করবে হাইকোর্ট।
তবে কোর্ট আগেই জানিয়ে দিয়েছে সেই শুনানি হবে পুজাবকাশের পরে। আলিপুর আদালতও সে জন্য পুজোর ছুটির মধ্যে মদনবাবুর
আবেদন শুনতে চায় না বলে মনে করছেন আইনজীবীরা।

মদনবাবু এ দিন সন্ধ্যায় বলেন, ‘‘লক্ষ দুর্গা প্রতিমা হয়ত দেখতে পাব। কিন্তু বাড়ির প্রতিমা দেখার সুযোগ এ বারও হল না। তবে, কোর্টের রায় মেনে চলব।’’ একটু থেমে তিনি বলেন, ‘‘এ নিয়ে তিন বার বাড়ির প্রতিমাকে পুজো দেওয়া হবে না। মা বোধহয় এখনও আমার উপর সন্তুষ্ট নন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madan Mitra Durga Puja Court order Mobile phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE