Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দল সুদীপের পাশেই, নয়নাকে আশ্বাস মমতার

সিবিআই হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের প্রথম সারির চার জন নেতাকে ভুবনেশ্বরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গত দু’সপ্তাহে সেখানে তেমন ভাবে দলের আর কোনও নেতাকে দেখা যায়নি।

নবান্নে নয়না। ছবি: সুদীপ আচার্য

নবান্নে নয়না। ছবি: সুদীপ আচার্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share: Save:

সিবিআই হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের প্রথম সারির চার জন নেতাকে ভুবনেশ্বরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গত দু’সপ্তাহে সেখানে তেমন ভাবে দলের আর কোনও নেতাকে দেখা যায়নি। তা ছাড়া তাঁর ‘স্বামীর’ ব্যাপারে খোঁজ খবর নিতে দলনেত্রীও তাঁকে ফোন করেননি। ফলে কিছুটা উদ্বেগেই পড়ে গিয়েছিলেন সুদীপের স্ত্রী তথা চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়! কিন্তু নয়নাকে নবান্নে ডেকে সোমবার আশ্বস্ত করলেন মমতা। জানালেন, দল সুদীপের পাশেই রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নয়না এ দিন বলেন, ‘‘চিকিৎসকের পরামর্শ মতো ওঁর তেলমশলা ছাড়া খাবার খাওয়ার কথা। ঘড়ি ধরে ওষুধও খেতে হয় নিয়মিত। জেলে কোনওটাই মানা হচ্ছে না। ওঁর শরীর স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তা হচ্ছে। মমতাদিকেও সেটা জানিয়েছি।’’ নয়না জানান, দলনেত্রী তাঁকে বলেছেন,‘‘চিন্তা করিস না। মনকে শান্ত রাখ। দল সুদীপদার পাশেই থাকবে।’’

আগামী ২৫ জানুয়ারি ফের সুদীপবাবুকে আদালতে পেশ করার কথা। ওই দিন ভুবনেশ্বরে থাকবেন নয়না। তৃণমূলের তরফে আর কোনও নেতা সে দিন আদালতে যাবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nayna Bandyopadhyay Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE