Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Darjeeling Unrest

পাহাড় সামলাতে ২৯ অগস্ট নবান্নে সর্বদলের ডাক মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আগে রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেন তিনি। রাজ্য সরকারের তরফে এ বার সেই পদক্ষেপ করা হল।

মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ১৮:০৭
Share: Save:

পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক করতে নবান্নে উচ্চ পর্যায়ের সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ অগস্ট বিকেল চারটেয় সময় বৈঠক হয়েছে। তাতে যোগ দেওয়ার জন্য রাজ্যের সবক’টি বড় রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: দ্রুত কথা চাই উধাও শর্তও, রাজ্যের প্রতি বার্তা মোর্চার

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডাকার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘পাহাড়ে অচলাবস্থা কাটাতে অত্যন্ত সচেষ্ট রাজ্য সরকার।’’ এ দিন তিনি জানিয়েছেন, পাহাড়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জিএনএলএফ-এর তরফে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে সর্বদল বৈঠক আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই সর্বদল বৈঠক ডাকা হচ্ছে।

আরও পড়ুন: ফের বন্যা নিয়ে মমতার তোপ দিল্লিকে

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ স্পষ্ট করে দিয়েছেন যে পাহাড় বিতর্কে এখনই হস্তক্ষেপ করবে না কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আগে রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেন তিনি। রাজ্য সরকারের তরফে এ বার সেই পদক্ষেপ করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE