Advertisement
২০ এপ্রিল ২০২৪
State news

সর্বসম্মতিতে চেয়ারপার্সন মমতা, সম্মেলনে না এসে জল্পনা বাড়ালেন শুভেন্দু

সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে ফের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে দলের শীর্ষনেত্রী নির্বাচিত হওয়ার পর বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করার ডাক দিলেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ১৮:২৪
Share: Save:

সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে ফের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে দলের শীর্ষনেত্রী নির্বাচিত হওয়ার পর বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করার ডাক দিলেন তিনি। দলের কর্মীদের প্রতি নেত্রীর বার্তা— সারদা-রোজভ্যালি-নারদ কাণ্ডে সিবিআই তদন্ত চলছে বলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। নারদে যাঁরা অভিযুক্ত, দল সব রকম ভাবে তাঁদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু দলের দাপুটে নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে কিছু না জানিয়েই এ দিন দলের সর্বোচ্চ সাংগঠনিক নির্বাচনে গরহাজির থেকেছেন। ফলে তাঁকে নিয়ে তৃণমূলের ভিতরে-বাইরে নানা রকমের জল্পনা ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: নারদ তদন্তে এ বার পরীক্ষা গলার স্বরের

রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা দাপুটে নেতা শুভেন্দু অধিকারী নারদ ঘুষ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত। কিন্তু তিনি বিজেপিতে যেতে পারেন বলেও রাজ্যের রাজনৈতিক শিবিরের একাংশে জল্পনা রয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দলের সর্বোচ্চ সাংগঠনিক নির্বাচনে তিনি শুক্রবার হাজির না হওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে। শুভেন্দু অধিকারী যে সম্মেলনে হাজির হবেন না, সে কথা তিনি দলকে জানাননি বলেও তৃণমূল সূত্রের খবর। এর পর তৃণমূলে শুভেন্দুর ভবিষ্যৎ কী হলে চলেছে, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। শুভেন্দু নিজেও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE