Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কংগ্রেস ঘাঁটিতে আসছেন মুখ্যমন্ত্রী

এখনও রাজনীতিকদের আলোচনায় কংগ্রেসের অপেক্ষাকৃত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদহ ও উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রী কী ভাবে আমজনতাকে আরও কাছে টানার চেষ্টা করবেন তা নিয়েও কৌতুহল ক্রমশ বাড়ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
মালদহ ও রায়গঞ্জ শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৯
Share: Save:

গত মাসে শিলিগুড়িতে উত্তরবঙ্গের ছাত্র-যুব সমাবেশ থেকে পঞ্চায়েত ভোটে প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার থেকে মালদহ ও দুই দিনাজপুরে তিনদিনের সফরে সেই সুর আরও জোরালো হবে বলেই আশা করছেন দলের নেতা-কর্মীরা। বিশেষত, এখনও রাজনীতিকদের আলোচনায় কংগ্রেসের অপেক্ষাকৃত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদহ ও উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রী কী ভাবে আমজনতাকে আরও কাছে টানার চেষ্টা করবেন তা নিয়েও কৌতুহল ক্রমশ বাড়ছে।

সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মালদহে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। সে জন্য খরচ হয়েছে ২০০ কোটি টাকা। রাস্তা, আইটিআই কলেজ, পানীয় জল প্রকল্প ইত্যাদি রয়েছে। শিলান্যাস হবে বেশ কয়েকটি প্রকল্পের। সে জন্য বরাদ্দ ৭৩৪ কোটি ৯৯ লক্ষ টাকা। ২৬ ধরনের সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তিনি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। অন্তত ৭ হাজার উপভোক্তা সেই সুবিধা পাবেন।

গত বছরের ৪ মে মালদহ জেলা সফরে এসে দুর্গাকিঙ্কর সদনে শুধু প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সে বার এই জেলায় সরকারি সভা তিনি করেননি। অগস্ট মাসের শেষে তিনি মালদহে এসেছিলেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে। ফের আট মাস বাদে তিনি আজ মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক ও সরকারি সভা দুটোই করতে আসছেন। প্রশাসনিক সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে হেলিকপ্টারে করে আজ মঙ্গলবার বেলা ২টো নাগাদ মালদহ বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি চলে যাবেন ডিএসএ মাঠে অনুষ্ঠিত সরকারি সভায়।

বেলা তিনটেয় তিনি যোগ দেবেন দুর্গাকিঙ্কর সদনে অনুষ্ঠিত সরকারি সভায়। রাতে তাঁর পুরাতন মালদহের গৌড় ভবনে থাকার কথা। পরদিন হেলিকপ্টারে তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত সরকারি সভায়। এ দিকে, মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে ঘিরে গোটা ইংরেজবাজার শহরকে সোমবার থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলার পুলিশ ও প্রশাসনের আধিকরিকরা দিনভর ডিএসএ মাঠ, দুর্গাকিঙ্কর সদন, বিমানবন্দর, গৌড়ভবন সহ মুখ্যমন্ত্রীর যাতায়াতের সমস্ত রাস্তাই পরিদর্শন করেন। জেলাশাসক বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’ এর পরে বুধবার বিকেল ৪টেয় রায়গঞ্জের রবীন্দ্রভবনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতে রায়গঞ্জের সার্কিট হাউসে থেকে বৃহস্পতিবার হেমতাবাদ থানার মাঠে সরকারি জনসভায় যোগ দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE