Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মমতার মুখে গনি প্রশস্তি

এ দিন প্রয়াত গনিখানের প্রশংসা করার পাশাপাশি পঞ্চায়েত দখলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪০
Share: Save:

মঙ্গলবার মালদহে প্রশাসনিক সভায় কংগ্রেসকে বিঁধলেও প্রয়াত গনিখান চৌধুরীর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রাককালে মুখ্যমন্ত্রীর মুখে গনি বন্দনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলে। কারণ লোকসভা হোক কিংবা পঞ্চায়েত ভোট। আজও প্রয়াত গনিখান চৌধুরীর নামেই ভোট হয় মালদহে।

এ দিন প্রয়াত গনিখানের প্রশংসা করার পাশাপাশি পঞ্চায়েত দখলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বরকতদা মালদহের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। আর সেই কাজ দেখিয়ে চিরকাল কংগ্রেস মালদহে ক্ষমতায় থেকেছে। কিন্তু জেলার কোনও উন্নতি করতে পারেনি। বরাবরই বঞ্চিত থেকেছে মালদহ। তিনি বলেন, ‘‘সামনে পঞ্চায়েত ভোট আসছে। ভালো করে পঞ্চায়েত গড়ুন। যাতে আমাদের সরকার পঞ্চায়েতে কাজ করতে পারে। তা হলেই মালদহের উন্নয়ন হবে।’’

গত বিধানসভা নির্বাচনের আগে মালদহে এসেও গনিখানের প্রশংসা শোনা গিয়েছিল মমতার গলায়। যদিও বিধানসভা নির্বাচনে জেলার ১২টি আসনেই হার হয় তৃণমূলের। পঞ্চায়েত ভোটের মুখে ফের প্রয়াত গনি খানের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার রাজনৈতিক মহলের মতে, গনিখানের প্রসঙ্গ টেনেই নির্বাচনে বাজিমাত করে কংগ্রেস। তাই এ বার গণির প্রশংসা করে জেলার মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। মালদহ জেলা কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মৌসম নূর বলেন, ‘‘মালদহের মানুষের আপদে-বিপদে কংগ্রেস সব সময়ই রয়েছে। তাই মানুষের কংগ্রেসের প্রতি আস্থা রয়েছে। আর মুখ্যমন্ত্রী উন্নয়নের নামে মানুষকে ঠকাচ্ছেন। তাই মালদহের মানুষ তাঁর পাশে নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghani Khan Choudhury Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE