Advertisement
১৭ এপ্রিল ২০২৪
State

শ্রীজাতর উদ্বেগের কারণ নেই: মমতা

শ্রীজাতর লেখা কবিতা নিয়ে যা হল, যে ভাবে তাঁকে হুমকি দেওয়া হল, তার জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আশ্বাস, ওঁর কিছুই হবে না। আমি আছি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ১৯:১৪
Share: Save:

শ্রীজাতর লেখা কবিতা নিয়ে যা হল, যে ভাবে তাঁকে হুমকি দেওয়া হল, তার জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আশ্বাস, ওঁর কিছুই হবে না। আমি পাশে আছি।

বৃহস্পতিবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কবি শ্রীজাতর পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শ্রীজাতকে খুব বাজে হুমকি দেওয়া হচ্ছে। একটা রাজনৈতিক দল এটা করছে, যারা গোটা দেশে গৈরিকীকরণ শুরু করে দিয়েছে। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বলে ওরা মনে করছে যেন গোটা পৃথিবীর দখল নিয়ে ফেলেছে! কিন্তু আমি বলব, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি নিজে এটা দেখব। শ্রীজাতর কিছুই হবে না। যেখানে সেখানে দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু এক জন একটা কবিতা লিখেছেন বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কখনও হবে না। আমি শ্রীজাত নিয়ে পুলিশকে অবিলম্বে রিপোর্ট দিতে বলেছি।’’

আরও পড়ুন- পুলিশ কী করছে খতিয়ে দেখতে আচমকা থানায় হানা যোগী আদিত্যনাথের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Srijata Mamata Bannerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE