Advertisement
২০ এপ্রিল ২০২৪
কার্শিয়াং

মন্ত্রী অরূপকে ঢিল ছোড়ার হুমকি মোর্চার

মোর্চার সহ সভাপতি প্রদীপ প্রধানের দল ছাড়ার চার দিনের মাথায় কার্শিয়াঙে জনসভা করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে ঢুকতে না দেওয়ার হুমকি দিলেন মোর্চা নেতারা। দরকারে অরূপবাবুকে ঢিল ছুড়ে পাহাড় থেকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০১:৫১
Share: Save:

মোর্চার সহ সভাপতি প্রদীপ প্রধানের দল ছাড়ার চার দিনের মাথায় কার্শিয়াঙে জনসভা করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে ঢুকতে না দেওয়ার হুমকি দিলেন মোর্চা নেতারা। দরকারে অরূপবাবুকে ঢিল ছুড়ে পাহাড় থেকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়েছে।

মোর্চার কার্শিয়াং টাউন কমিটির সভাপতি যোগেন্দ্র রাই বলেন, ‘‘অরূপবাবু এই পাহাড়ে দাঁড়িয়ে বলেছেন, আমাদের সভাপতিকে না কী পাহাড় ছাড়তে হবে। কিন্তু কী হবে, তা এ দিনের জন সমাগম প্রমাণ করে দিল।’’ তাঁর কথায়, পাহাড়ের মানুষ অরূপবাবুর কথায় দুঃখ পেয়েছেন, উনি এসব না বললেই পারতেন। এর পরেই তাঁর হুমকি, ‘‘ভবিষ্যতে পাহাড়ে এসে অরূপবাবু এসে এ সব কথা বললে, আমাদের আন্দোলন অগণতান্ত্রিক হতে সময় লাগবে না। তার জন্য উনি তো বটেই মুখ্যমন্ত্রীও দায়ী থাকবেন।’’

যোগেন্দ্রবাবু ঘোষণা করেন, ‘‘অরূপবাবু পাহাড়ে এলে আমরা প্রথমে কালো পতাকা দেখাব। প্রয়োজনে ঢিল মেরে ওকে ফেরত পাঠানো হবে। ওঁকে আমরা পাহাড়ে ঢুকতে দেব না।’’ তিনি জানান, অরূপবাবুকে তাঁরাথামাবেনই। তিনি বলেন, ‘‘তাতে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই পাহাড়কে শান্তিপূর্ণভাবে রাখতে অরূপবাবুর আর পাহাড়ে আসাটা উচিত নয়।’’

অরূপবাবু এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি। মোর্চার হুমকি নিয়ে তাঁরা বিন্দুমাত্র বিচলিত নন বলে দাবি করেছেন তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা। তিনি বলেন, ‘‘পাহাড়টা কি মোর্চার একার! ওঁরা যাকে ইচ্ছে আসতে দেবে, কাউকে আসতে দেবে না। এসব আর হয় না কী। ও সব নিয়ে আমরা ভাবি না। পাহাড়ের ইতিহাস প্রমাণ করে দিয়েছে, পাহাড় যাঁকে চায় না, তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে।’’ বিন্নি শর্মা জানিয়ে দিয়েছেন, আজ সোমবার তৃণমূলের পাহাড় কমিটি আলোচনা করে বিস্তারিত জানাবে।

গত বুধবার জিটিএ চেয়ারম্যান তথা মোর্চার প্রথম সারির নেতা কার্শিয়াঙের প্রদীপ প্রধান তৃণমূলে যোগ দেন। দলের তরফে দার্জিলিঙের পর্যবেক্ষক অরূপবাবুর হাত থেকেই মোর্চাত্যাগীরা তৃণমূলের পতাকা তুলে দেন। পাহাড়ের পরিস্থিতির জেরে বিমল গুরুঙ্গকে জিটিএ থেকে স্বেচ্ছাবসর নিয়ে পাহাড় ছাড়তে হবে বলেও তৃণমূলের সভায় অরূপবাবু মন্তব্য করেছিলেন। রবিবার দুপুরে সেই একই জায়গায় পাল্টা সভা করে মোর্চো নেতারা অরূপবাবুর উদ্দেশ্যে ওই হুমকি দেন।

মোর্চার কেন্দ্রীয় কমিটির কমিটির অনিত থাপা সভায় জানান, প্রদীপ প্রধানকে তিনিই বিমল গুরুঙ্গের কাছে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর দাবি, প্রদীপবাবু দল ছাড়ায় কার্শিয়াঙের দলে কোনও প্রভাব পড়বে না। সভায় উপস্থিত ছিলেন দলত্যাগী প্রদীপ প্রধানের ভাই তথা মোর্চার কার্শিয়াং মহকুমা কমিটির সহ সভাপতি সুরজ প্রধান। তিনি দাবি করেন, ‘‘প্রদীপ আমার কথা শোনেনি। আমি আলাদা রাজ্যের আন্দোলনের সঙ্গেই থাকব।’’

মোর্চা বিরোধী রাজনৈতিক দলের নেতারা জানিয়েছে, প্রদীপ প্রধানের দলত্যাগের পর এ দিন শক্তি দেখাতে মোর্চা সভার ডাক দেয়। শক্তি দেখাতে কার্শিয়াং মহকুমা ছাড়াও পাহাড়ের বিভিন্ন এলাকা থেকেও সভায় লোক আনা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arup biswas morcha gta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE