Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলার জন্য পৃথক কোর্টের ভাবনা

সারদা-র মতো বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরত-সহ অন্য সমস্যার সমাধানে হাইকোর্টে এ বার একটি নির্দিষ্ট আদালত তৈরির ভাবনাচিন্তা করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ রাজ্যে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা বিনিয়োগের টাকা ফেরত না পেয়ে পাঁচশোরও বেশি অভিযোগ জানিয়েছেন পুলিশ ও সেবি-র (সিকিওরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) কাছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১৪:১৮
Share: Save:

সারদা-র মতো বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরত-সহ অন্য সমস্যার সমাধানে হাইকোর্টে এ বার একটি নির্দিষ্ট আদালত তৈরির ভাবনাচিন্তা করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এ রাজ্যে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা বিনিয়োগের টাকা ফেরত না পেয়ে পাঁচশোরও বেশি অভিযোগ জানিয়েছেন পুলিশ ও সেবি-র (সিকিওরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) কাছে। টাকা ফেরত না পেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে জনস্বার্থে একাধিক মামলা দায়ের করেছেন আমানতকারীরা। শুক্রবার এমপিএসের আমানতকারীদের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কৌঁসুলি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি আবেদন জানান। তিনি বলেন, অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলি হাইকোর্টের নির্দিষ্ট কোনও আদালতে শুনানির জন্য ধার্য হোক। প্রধান বিচারপতি সরকারের কৌঁসুলিকে জানান, তিনিও তেমনটি চাইছেন।

এমপিএসের আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে জনস্বার্থে মামলা দায়ের করছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কারণ ওই আদালতেই জনস্বার্থের মামলাগুলির শুনানি হয়। অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে জনস্বার্থে দায়ের করা মামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই কারণেই নির্দিষ্ট আদালত তৈরির ভাবনাচিন্তা করছেন প্রধান বিচারপতি। ওই আদালত কেবলমাত্র আমানতকারীদের অভিযোগ সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি করবে। জাতীয় পরিবেশ আদালতের কলকাতা শাখা (যে আদালত কেবল পরিবেশ সংক্রান্ত মামলার বিচার করে) ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সিবিআইয়ের মামলাগুলির বিচারও বিভিন্ন জেলায় নির্দিষ্ট আদালতে হয়।

অর্থলগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে জনস্বার্থ মামলার শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চে ওই প্রস্তাব দেন রাজ্যের কৌঁসুলি প্রণব দত্ত। এমপিএসের আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এমপিএস-ও আদালতে জানিয়েছে, তারা তাদের সব আমানতকারীর টাকা ফেরত দিতে চায়। কী ভাবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন, তা ঠিক করবে ওই কমিটি। এ দিন রাজ্যের আইনজীবী প্রণববাবু প্রধান বিচারপতিকে জানান, এমপিএসের জন্য গড়া কমিটি আমানতকারীদের টাকা ফেরত দিতে সফল হলে, অন্য অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরতের ক্ষেত্রেও অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গড়ে ব্যবস্থা নিক হাইকোর্ট।

এমপিএসের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এ দিন আদালতে হলফনামা পেশ করে জানান, ভিন রাজ্যের একটি সংস্থা তাঁর মক্কেলের সংস্থায় ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। তবে তারা শর্ত দিয়েছে, তাঁর মক্কেলের স্থাবর সম্পত্তি তাদের কাছে গচ্ছিত রাখতে হবে। রাজ্য সরকার ও সেবি যদি সম্পত্তি গচ্ছিত রাখার অনুমোদন দেয়, তবেই তারা টাকা বিনিয়োগ করবে। তারা বিনিয়োগ করলে আমানতকারীদের টাকা ফেরত দিতে অসুবিধা হবে না।

তা জেনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৭ জুলাই ওই বিনিয়োগকারীকে আদালতে হাজির হতে হবে। সেই বিনিয়োগকারীর টাকার উৎস কী, তাদের সংস্থা এমপিএসের মতো বাজার থেকে টাকা তুলে এখানে বিনিয়োগ করছে কি না, ডিভিশন বেঞ্চ আগে তা খতিয়ে দেখবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE