Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রামকৃষ্ণ মিশনে নয়া সাধারণ সম্পাদক

রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালন সমিতিতে কিছু রদবদল করা হয়েছে। বুধবার, বুদ্ধপূর্ণিমার দিন মঠ ও মিশনের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন স্বামী সুবীরানন্দ। তিনি ২০০৭ সাল থেকে সঙ্ঘের সহ-সম্পাদক ছিলেন।

প্রণাম:  রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দের আশীর্বাদ নিচ্ছেন নতুন সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। —নিজস্ব চিত্র।

প্রণাম: রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দের আশীর্বাদ নিচ্ছেন নতুন সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৩:৪৬
Share: Save:

রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালন সমিতিতে কিছু রদবদল করা হয়েছে।

বুধবার, বুদ্ধপূর্ণিমার দিন মঠ ও মিশনের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন স্বামী সুবীরানন্দ। তিনি ২০০৭ সাল থেকে সঙ্ঘের সহ-সম্পাদক ছিলেন। মিশন সূত্রের খবর, ১৯৭৩ সালে স্বামী সুবীরানন্দ রামকৃষ্ণ সঙ্ঘে যোগ দেন। ২০০৬ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য নির্বাচিত হন। ‘‘আমার প্রণম্য পূর্বসূরিরা শিবজ্ঞানে জীবসেবার যে-আদর্শ অনুসরণ করেছেন, আমিও সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাবো,’’ অঙ্গীকার করেছেন নতুন সাধারণ সম্পাদক।

রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালন সমিতিতে এ দিন আরও কিছু পরিবর্তন করা হয়েছে। এখনকার তিন জন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নতুন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন আরও দু’জন। মিশনের কাজের পরিধি ক্রমশ বাড়তে থাকায় এত দিন সাধারণ সম্পাদকের পদে থাকা স্বামী সুহিতানন্দ এবং রামকৃষ্ণ মঠ চেন্নাইয়ের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে নতুন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের পদে আগে থেকেই আছেন অন্য তিন জন। তাঁরা হলেন স্বামী স্মরণানন্দ, স্বামী বাগীশানন্দ এবং স্বামী প্রভানন্দ।

নবীনদের জায়গা করে দেওয়ার জন্য প্রবীণ সহ-সাধারণ সম্পাদক স্বামী ভজনানন্দ ওই পদ থেকে অবসর নিয়েছেন। নতুন দু’জন সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। তাঁরা হলেন কলকাতা ও মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী তত্ত্ববিদানন্দ আর কোয়ম্বত্তূর আশ্রমের সম্পাদক স্বামী অভিরামানন্দ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ramakrishna mission General Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE