Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নীরব নিয়ে তৃণমূলকেও বিঁধতে চান বিরোধীরা

নীরব-মেহুল প্রতারণায় কংগ্রেস ও বামেদের মতো কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করেছে তৃণমূলও। আর কংগ্রেস-বাম চায় রাজ্যে শাসক দলকেও বিঁধতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৮
Share: Save:

নীরব মোদীর ব্যাঙ্ক-প্রতারণা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা চায় বিরোধীরা। সোমবার এক সুরে এই দাবি কংগ্রেস ও বামেদের। তবে এ ব্যাপারে সরকারপক্ষের মনোভাব এখনও স্পষ্ট নয়।

এ সংক্রান্ত প্রস্তাবে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেও আলোচনায় রাজ্যের শাসকদলকেও বিঁধতে চাইছে বিরোধী বাম ও কংগ্রেস। মুম্বইয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ‘রোড শো’য়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীর ছবি রবিবার প্রকাশ করেছে বিজেপি। ছবিকে কেন্দ্র করে বিজেপি, তৃণমূলকে এক বন্ধনীতে রাখতে বিধানসভায় আলোচনার দাবি বিরোধীদের। পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই আলোচনা চাইলে উপযুক্ত জায়গায় তা উল্লেখ করতে হবে। তা ছাড়া আলোচনা করা যায় না।’’ এই প্রতারণার ঘটনায় কেন্দ্র ও বিজেপি’র দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনও বহরমপুরে এক সভায় তিনি বলেন, ‘‘জনগণের টাকা ব্যাঙ্ক থেকে তুলে কেউ ফুর্তি করবে। আর ফুর্তিবাজের সরকার তাদের প্রোটেকশন দেবে।... কোন ছাতার তলায় কারা প্রোটেকশন দেয়, তা খুঁজে বের করা দরকার।’’

নীরব-মেহুল প্রতারণায় কংগ্রেস ও বামেদের মতো কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করেছে তৃণমূলও। আর কংগ্রেস-বাম চায় রাজ্যে শাসক দলকেও বিঁধতে। বিরোধী দলনেতা আবদুল মান্নান এ দিন বলেন, ‘‘গ্রাহকের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই আলোচনা চাই।’’ বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘‘রাজ্যের অর্থমন্ত্রী ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি নরেন্দ্র মোদীর স্বার্থরক্ষা করতে চাইছেন?’’ তবে ছবি প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘রাজ্যে বিরোধীরা বিষয়টি গুলিয়ে দিতে চাইছে। অর্থমন্ত্রীর সঙ্গে ছবির কথা বললে হবে না। কে, কাকে আমন্ত্রণ করেছিল তা দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE