Advertisement
২০ এপ্রিল ২০২৪

মমতার উড়ানের সময়সূচি ঘিরে বিভ্রাট

যে বিমানটি করে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে আগরতলা যাওয়ার কথা ছিল, সেটি খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়েছিল গুয়াহাটিতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:৫৭
Share: Save:

যে বিমানটি করে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে আগরতলা যাওয়ার কথা ছিল, সেটি খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়েছিল গুয়াহাটিতে। বিমানসংস্থা ইন্ডিগো প্রাথমিক ভাবে ঠিক করে, গুয়াহাটিতে আটকে পড়া ওই বিমানটি কলকাতায় ফিরলে তবে সেটি আগরতলা যাবে। সেই হিসেব অনুযায়ী, নির্ধারিত সময় দুপুর ৩টে ৫০ মিনিটের জায়গায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মুখ্যমন্ত্রীর বিমান ছাড়ার কথা ছিল।

এ দিকে পৌনে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান মমতা। সঙ্গে অরূপ বিশ্বাস, ববি হাকিমের মতো মন্ত্রী। বিমানবন্দরে ঢোকার সময় মমতা জানতে পারেন বিমানটি সওয়া দু’ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ছ’টার পরে ছাড়বে। কিন্ত মুখ্যমন্ত্রী বিমানবন্দরে পৌঁছনোর পরে বিষয়টি নিয়ে ফোন যায় দিল্লিতে। শেষে অন্য শহরে যাওয়ার কথা ছিল এমন একটি বিমান নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী-সহ অন্য যাত্রীদের নিয়ে আগরতলা উড়ে যায়। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এ দিন সকাল ১১টা নাগাদ ইন্ডিগোর বিমান কলকাতা থেকে আগরতলা উড়ে যায়। সেখান থেকে ইম্ফল ঘুরে বিমানটির কলকাতায় ফেরার কথা ছিল। প্রতি দিনই একই রুটিন। ইম্ফল থেকে কলকাতায় ফিরে সেই বিমানটিই আবার দুপুরে আগরতলা যায়। এ দিন আগরতলা থেকে ইম্ফল যাওয়ার সময়ে সেই বিমানটি খারাপ আবহাওয়ার জন্য মুখ ঘুরিয়ে চলে যায় গুয়াহাটি। ফলে ইম্ফল যাওয়ার যাত্রীরা যেমন বিমানে আটকে পড়েন তেমনই ইম্ফল থেকে কলকাতায় আসার যাত্রীরাও ওই বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন।

এ দিকে সেই বিমানে আগরতলা যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর মতো অন্য যাত্রীরাও সময় মতো কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। আড়াইটে নাগাদ তাঁদের মোবাইলে ফোন করে ইন্ডিগোর তরফে জানিয়ে দেওয়া হয়, উড়ানটি ছাড়তে সওয়া দু’ঘণ্টা দেরি হবে। উড়ান ছাড়বে ছ’টার পরে। কিন্তু মুখ্যমন্ত্রী বিমানবন্দরে পৌঁছে যাওয়ার পরে পরিস্থিতি বদলে যায়। ইন্ডিগো সিদ্ধান্ত নেয়, অন্য শহরে যাওয়ার বিমানকে দেরিতে পাঠিয়ে আগরতলার উড়ান নির্ধারিত সময়ে ছাড়া হবে। সেই মতো, দুপুর দু’টো ৫০ মিনিটে কলকাতা থেকে যে বিমানটির বেঙ্গালুরু ঘুরে কোচি যাওয়ার কথা ছিল, সেটি পাঠানো হয় আগরতলা। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে ঘোষণা করা হয় আগরতলার উড়ান ২৫ নম্বর গেটের বদলে ২০ নম্বর গেট থেকে ছাড়বে। সেই মতো যাত্রীদের মোবাইলে নতুন করে বার্তাও আসে। মুখ্যমন্ত্রী-সহ অন্যরা নির্ধারিত সময়ে উড়ে যান আগরতলা। কলকাতায় আটকে পড়েন বেঙ্গালুরু-কোচির যাত্রীরা।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এ দিন দুপুরের পরে আবহাওয়া ভাল হলে গুয়াহাটিতে আটকে পড়া ইন্ডিগোর ওই বিমান ইম্ফল ঘুরে কলকাতায় ফেরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ওই বিমানটিই সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বেঙ্গালুরু-কোচি উড়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

schedule Outrage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE