Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal News

পঞ্চায়েত ভোট অগস্টে, প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এপ্রিল বা মে মাসে নয়, পঞ্চায়েত ভোট হতে পারে অগস্ট মাসে। আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোট পিছিয়ে যাচ্ছে। —পিটিআই থেকে নেওয়া ফাইল চিত্র।

বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোট পিছিয়ে যাচ্ছে। —পিটিআই থেকে নেওয়া ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ১৪:১৯
Share: Save:

বেশ কয়েক মাস পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী। এপ্রিল-মে মাসেই পঞ্চায়েত নির্বাচন দেখতে অভ্যস্ত বাংলা। কিন্তু এ বারের পঞ্চায়েত নির্বাচন অগস্টে হতে পারে। বোলপুরে প্রশাসনিক বৈঠকে বুধবার এ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশন অবশ্য এখনও নির্বাচনের দিন ক্ষণ সম্পর্কে কিছুই জানায়নি।

বীরভূম জেলায় আজ প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বোলপুরের সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘অগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার আগে উন্নয়নে জোর দিন। সব বকেয়া কাজ শেষ করুন।’’

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে। সাধারণত এপ্রিল বা মে মাসেই পঞ্চায়েত ভোট হয় বাংলায়। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটও সে রকম সময়েই হয়েছিল। এ বছর অগস্টে ভোট হওয়ার অর্থ হল, অন্তত তিন মাস পিছিয়ে যাবে ভোট।

আরও পড়ুন: দুষ্কৃতীরা সক্রিয় জেলেও, মন্তব্য রুষ্ট মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: টানা জেরায় রাজু ছেড়ে দিয়েছেন কাজ: ভারতী

প্রথামাফিক নির্বাচন কমিশনেরই ঘোষণা করার কথা, কবে হবে ভোট। কমিশন এখনও কিছু জানায়নি। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিলেন আগেই। তবে নির্বাচন এতটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হল কেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE