Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গড়েই বাতিল ২ শিক্ষা-কমিটি

নতুন উচ্চশিক্ষা আইন বলবৎ করতে বিধি তৈরির জন্য দু’টি পৃথক কমিটি গঠন করেছিল উচ্চশিক্ষা দফতর। তার কয়েক দিনের মধ্যেই সেই জোড়া কমিটির কাজ স্থগিত রাখার নির্দেশ দিলেন উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক হয়েছে, বিধি তৈরি করবে উচ্চশিক্ষা দফতর নিজে।

অত্রি মিত্র ও মধুমিতা দত্ত
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:২০
Share: Save:

নতুন উচ্চশিক্ষা আইন বলবৎ করতে বিধি তৈরির জন্য দু’টি পৃথক কমিটি গঠন করেছিল উচ্চশিক্ষা দফতর। তার কয়েক দিনের মধ্যেই সেই জোড়া কমিটির কাজ স্থগিত রাখার নির্দেশ দিলেন উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক হয়েছে, বিধি তৈরি করবে উচ্চশিক্ষা দফতর নিজে।

কেন? উচ্চশিক্ষা দফতরের একাংশের বক্তব্য, কমিটি তৈরির আগে শিক্ষামন্ত্রীর কোনও মতামতই নেওয়া হয়নি। দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল তার সঙ্গে একমত নয় নবান্ন।’’ তাই কমিটি তৈরির বিষয়টি জানতে পেরে শিক্ষামন্ত্রী ওই নির্দেশ দেন। এবং সেই মতো উচ্চশিক্ষা দফতরের ওয়েবসাইট থেকে কমিটি তৈরির বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিধানসভা অধিবেশনে প্রবল বিতর্কের পর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসন ও নিয়ন্ত্রণ) বিল পাশ হয়েছে। সেই বিল রাজ্যপাল অনুমোদন করার পর ১ এপ্রিল থেকে নতুন আইন কার্যকরও হয়েছে। কিন্তু আইন কার্যকর করতে গেলে বিধি বা ‘রুল’ তৈরি করতে হবে। সেই উদ্দেশেই গত ১৯ এপ্রিল দু’টি কমিটি গঠন করা হয়।

ঠিক হয়, একটি কমিটি নিয়মকানুন তৈরির পরামর্শ দেবে এবং খসড়া বিধি তৈরি করবে কলেজের জন্য। অন্য কমিটি একই কাজ করবে, তবে তা বিশ্ববিদ্যালয়ের জন্য। কলেজের জন্য তৈরি সতেরো সদস্যের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল ডিপিআই জয়শ্রী রায়চৌধুরীকে।

বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি নয় সদস্যের কমিটির মাথায় রাখা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকারকে।

দু’টি কমিটিকেই বলা হয়েছিল, নিয়মবিধির আদল কেমন হবে, সুপারিশের আকারে তার খসড়াও তিন মাসের মধ্যে পেশ করতে হবে। কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে, বিধি তৈরি করবে উচ্চশিক্ষা দফতর। কমিটিকে তা পাঠানো হবে মতামতের জন্য।

উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, কমিটির কয়েক জন সদস্যকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েও তা ফেরতও নিয়ে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE