Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাড়ি ছেড়ে ঠাঁই মাঠ-রাস্তায়

তীব্র ঝাঁকুনি ফের রাস্তায় দাঁড় করিয়ে দিল শিলিগুড়িকে। পথে নামল গোটা মিরিক পাহাড়ও। সোমবার সন্ধ্যায় ফের ভূমিকম্পের পরে মিরিক পাহাড় ও লাগোয়া শিলিগুড়ির প্রায় সর্বত্র দেখা গিয়েছে আতঙ্কের ছবি। সন্ধ্যা ৬টা নাগাদ কম্পনের পরেই শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোডে গাড়ি থামিয়ে ছোটাছুটি শুরু করেন চালক-আরোহীরা। বহুতল থেকে বেরিয়ে উদভ্রান্তের মতো ছোটেন বাসিন্দারা। শিলিগুড়ির রেলগেটের উড়ালপুলের পাশের বাড়ি হেলে যাওয়ার খবর রটে যাওয়ায় ভিড় জমে।

ভূমিকম্পের পর রাস্তায় বেরিয়ে এসেছেন বাসিন্দারা। শিলিগুড়ির চার্চ রোডে। ছবি: বিশ্বরূপ বসাক

ভূমিকম্পের পর রাস্তায় বেরিয়ে এসেছেন বাসিন্দারা। শিলিগুড়ির চার্চ রোডে। ছবি: বিশ্বরূপ বসাক

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০৩:৩২
Share: Save:

তীব্র ঝাঁকুনি ফের রাস্তায় দাঁড় করিয়ে দিল শিলিগুড়িকে। পথে নামল গোটা মিরিক পাহাড়ও। সোমবার সন্ধ্যায় ফের ভূমিকম্পের পরে মিরিক পাহাড় ও লাগোয়া শিলিগুড়ির প্রায় সর্বত্র দেখা গিয়েছে আতঙ্কের ছবি।

সন্ধ্যা ৬টা নাগাদ কম্পনের পরেই শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোডে গাড়ি থামিয়ে ছোটাছুটি শুরু করেন চালক-আরোহীরা। বহুতল থেকে বেরিয়ে উদভ্রান্তের মতো ছোটেন বাসিন্দারা। শিলিগুড়ির রেলগেটের উড়ালপুলের পাশের বাড়ি হেলে যাওয়ার খবর রটে যাওয়ায় ভিড় জমে।

যত রাত বেড়েছে, ততই যেন পেয়ে বসে আতঙ্ক। রাস্তায় চেয়ার পেতে বসে পড়েন বাসিন্দারা। মাঠেও মশারি টাঙিয়ে বসে থাকতে দেখা যায় অনেককে। পুরসভা সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় বারবার ভূমিকম্পের ফলে শিলিগুড়ি, লাগোয়া এলাকার অন্তত ২,৫০০ বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কিত হয়ে অসুস্থের সংখ্যা শতাধিক। শিলিগুড়ির বেসরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে।

শিলিগুড়ি থেকে ৫৪ কিলোমিটার দূরের মিরিকও সন্ধ্যা থেকেই ভয়ে জড়োসড়ো। প্রবল ঝাঁকুনিতে মিরিক লেকের জল দুলে ওঠার দৃশ্য দেখে আশেপাশে থাকা ট্টাটু ঘোড়ার দল ছোটাছুটি করতে শুরু করে। পর্যটক, স্থানীয় বাসিন্দারা লেকের ধার থেকে ছুটে চলে যান পাকা রাস্তায়। কেউ কেউ জড়ো হন থানার সামনে। মিরিক ট্যুরিস্ট লজের সামনেও উপচে পড়ে ভিড়। মিরিক লাগোয়া সৈরিনিতে শতাধিক বাড়িতে ফাটল ধরায় কয়েকশো বাসিন্দা গভীর রাত পর্যন্ত রাস্তায় বসে থেকেছেন। রাত পাহারা দিতে হিমশিম খায় পুলিশ-প্রশাসন।

মিরিকের জিটিএ সদস্য অরুণ সিঙ্গে রাতে বলেন, ‘‘এ দিনের ভূমিকম্পের উৎসস্থল মিরিক থেকে বেশি দূরে নয় বলে শুনেছি। কী যে হবে শেষ অবধি জানি না।’’ এ দিনই সিদ্ধান্ত হয়েছে, পরের তিন দিন বন্ধ থাকবে দার্জিলিঙের রোপওয়ে।

সোমবার সন্ধ্যার কম্পনের উৎস স্থল ছিল নেপালের মেচি নদীর পাড়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। এই কম্পনকে ‘আফটার শক’ বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিটের সেই কম্পনের পরে আরও দু’টি ‘আফটার শক’ অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরে দার্জিলিং জেলা পুলিশ-প্রশাসনকে ফের সতর্ক করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী ফোন করে পরিস্থিতির খবর নিয়ে ‘অহেতুক আতঙ্ক যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে হবে’ বলে বার্তা দিয়েছেন। কিন্তু তা কতটা সম্ভব, সন্দেহ রয়েছে প্রশাসনের। আতঙ্ক ছড়িয়েছে পুলিশের অন্দরেও। অনেক থানাই পুরনো বাড়িতে। ফলে, মাটি কাঁপতে শুরু করলে পুলিশকেও থানা ছেড়ে বাইরে দাঁড়াতে হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE