Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মমতাকে প্রণবের আশীর্বাদ

অনুজকে অগ্রজের আশীর্বাদ নিয়েই শুরু রাজনৈতিক চর্চা। ‘‘তুমি তোমার কাজে এগিয়ে যাও। ঈশ্বর তোমাকে সাহায্য করবেন।’’আশীর্বাদক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আশীর্বাদের পাত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

অনুজকে অগ্রজের আশীর্বাদ নিয়েই শুরু রাজনৈতিক চর্চা। ‘‘তুমি তোমার কাজে এগিয়ে যাও। ঈশ্বর তোমাকে সাহায্য করবেন।’’

আশীর্বাদক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আশীর্বাদের পাত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতা এখন বিরোধীদের নিয়ে সর্বসম্মত প্রার্থী বাছাইয়ে সক্রিয়। এ ছাড়া রাজ্যসভার আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একটি আসনে কংগ্রেস যাতে প্রণববাবুর মেয়েকে প্রার্থী করে, সেজন্যও সচেষ্ট মুখ্যমন্ত্রী। প্রণববাবুর ‘আশীর্বাদ’ তাই অনেকের কাছেই অর্থবহ বলে মনে হচ্ছে।

এ দিন সোনারপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেস’ এর অনুষ্ঠানে যোগ দেন প্রণববাবু। বক্তৃতায় রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা-সহ নানা ক্ষেত্রে মমতার উদ্যোগের প্রশংসা করেন তিনি। উপসংহারে বলেন, ‘‘বয়সে আমি ওঁর থেকে অনেকটাই ব়ড়। বয়োজ্যেষ্ঠ হিসাবে আমি আশীর্বাদ করতেই পারি। আশীর্বাদ করব।’’

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্য গড়ার লক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পরে মমতা প্রণববাবুর সঙ্গেও দেখা করেছিলেন। আপাত ভাবে সেই সাক্ষাৎকার ছিল সৌজন্যমূলক। বৃহস্পতিবার দিল্লি থেকে রাষ্ট্রপতির বিমানেই ফেরেন মমতা এবং যাওয়ার কথা না থাকলেও রাষ্ট্রপতির সঙ্গেই সোজা চলে যান সোনারপুরের অনুষ্ঠানে। মঞ্চে বসে দু’জনকে মাঝেমাঝেই কথা বলতে দেখা যায়।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি অবশ্য এ দিন রাষ্ট্রপতির সফরসঙ্গী হতে পারেননি। তিনি অসুস্থ। বিশ্রামে রয়েছেন। রাষ্ট্রপতিকে তা জানিয়ে দেওয়া হয়েছিল। প্রণববাবু রাজভবনে পৌঁছনোর পরে সেখানে রাজ্যপাল তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি তাঁকে বলেন, ‘‘আপনি বিশ্রাম করুন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CM President Pranab Mukherjee Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE