Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেলুড় মঠে রাষ্ট্রপতি

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মূল মন্দির, স্বামীজির ঘর ও সমাধি মন্দির ঘুরে দেখেন তিনি।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০১:৩৩
Share: Save:

আট মাস আগে বিহারের রাজ্যপাল হিসেবে তিনি এসেছিলেন। মঠের সন্ধ্যারতি দেখে মুগ্ধ হয়ে আবার আসার ইচ্ছা প্রকাশ করেছিলে‌ন। বুধবার সকালে ফের বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মূল মন্দির, স্বামীজির ঘর ও সমাধি মন্দির ঘুরে দেখেন তিনি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৭৫ বছর ও বিদ্যালয়ের ৬০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। রাষ্ট্রপতি এ দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং নেতাজি ভবনেও যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE