Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মিথ্যে নালিশে শাস্তি, আশ্বাস মমতার

বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারি কড়াকড়ির পরে পাল্টা হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে চিকিৎসক, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির পক্ষ থেকেও।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০৩:৪০
Share: Save:

বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারি কড়াকড়ির পরে পাল্টা হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে চিকিৎসক, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির পক্ষ থেকেও। কোনও কোনও রোগীর পরিবার চিকিৎসায় গাফিলতির মিথ্যা নালিশ করছেন, ভাঙচুর চালাচ্ছেন, এমনকী চাপ দিয়ে বিল মেটাচ্ছেন না— এমন অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে আইন নিজের হাতে নেওয়া যাবে না বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়িতে তিনি জানিয়ে দিলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে কেউ রেহাই পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘চিকিৎসক, নার্সিংহোম মালিকদের অকারণে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যে কোনও ব্যাপারেই মিথ্যে অভিযোগ করা অপরাধ। কেউ তা করলে আইনি পদক্ষেপ করা হবে।’’

মমতার মন্তব্যে খুশি চিকিৎসক ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর কর্ণধারেরা। তাঁদের এক জন এ দিন কলকাতায় বলেন, ‘‘প্রতিশোধ নিতে বা কোনও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আমাদের বিরুদ্ধে একতরফা ভাবে অভিযোগ করার প্রবণতা যেন বাড়ছিল। মুখ্যমন্ত্রীর কথায় একটা বাঁধ তৈরি হল।’’

তবে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির গাফিলতির বিরুদ্ধে সরকারি কড়াকড়ি যে চলবে, তা এ দিন ফের স্পষ্ট করে দিয়েছেন মমতা। গত ফেব্রুয়ারি মাসে কলকাতার টাউন হলে ওই প্রতিষ্ঠানগুলির কর্তাদের যে সতর্কবাণী তিনি শুনিয়েছিলেন, তারই জের টেনে তিনি বলেন, কোন রোগের চিকিৎসার জন্য রোগীকে মোট কত টাকা দিতে হবে, তা আগাম পরিষ্কার করে জানিয়ে দিতে হবে।

আরও পড়ুন: রাজধানীর নাক কাটল নষ্ট খাবার

এ দিন জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্র তথা আর্ট গ্যালারিতে আয়োজিত প্রশাসনিক বৈঠকে সরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে বেসরকারি নার্সিংহোমের প্রতিনিধিদেরও ডেকেছিলেন মমতা। সেখানেই জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমের কর্তৃপক্ষের কাছে মুখ্যমন্ত্রী বেড ভাড়া জানতে চান। উত্তর শুনে প্রশ্ন করেন বেড ভাড়ার সঙ্গে জলখাবারের খরচ আলাদা করে দিতে হয় কি না? নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, হ্যাঁ, দিতে হয়। তার পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ ভাবে চলবে না। বেড ভাড়ার খরচ দেবে। তার পরে জলখাবার, তুলো-গজ-ব্যান্ডেজ, টিসু পেপার সব কিছুর খরচ লাগবে। এতে বিল অনেক বেড়ে যায়। আপনারা সব কিছু নিয়ে একটা প্যাকেজ করুন।’’

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি সম্পর্কে অভিযোগ শোনার জন্য জলপাইগুড়ির জেলাশাসকের নেতৃত্বে কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সেখানে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য নিয়ে ই-রেকর্ড গড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee False complaint
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE