Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঢিলেমি রুখতে

কোথাও সেতুর কাজ চলছে ঢিমেতালে। কোথাও বা রাস্তা তৈরির কিছু দিনের মধ্যে পলেস্তারা উঠে গিয়েছে। কারণ খুঁজতে নেমে দোষারোপের পালা শুনতে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাই সংশ্লিষ্ট কাজে বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের দায়বদ্ধতা নিশ্চিত করতে চাইছে পূর্ত দফতর।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৭
Share: Save:

কোথাও সেতুর কাজ চলছে ঢিমেতালে। কোথাও বা রাস্তা তৈরির কিছু দিনের মধ্যে পলেস্তারা উঠে গিয়েছে। কারণ খুঁজতে নেমে দোষারোপের পালা শুনতে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাই সংশ্লিষ্ট কাজে বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের দায়বদ্ধতা নিশ্চিত করতে চাইছে পূর্ত দফতর। বিজ্ঞপ্তি জারি করে পূর্তসচিব বলেছেন, প্রকল্পের প্রতিটি স্তরে কাজের গুণগত মান ও অগ্রগতি খতিয়ে দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সকলকে শংসাপত্র দিতে হবে। কোন ইঞ্জিনিয়ার কোন প্রকল্প কত বার পরিদর্শন করেছেন, কাজের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট কি না— সমস্ত তথ্যের খুঁটিনাটি নথিভুক্ত করতে হবে। তার ভিত্তিতেই প্রকল্পের বরাদ্দ টাকা ছাড়বে পূর্ত দফতর। দফতরের শীর্ষ কর্তাদের আশা, এতে কাজে গতি আসবে, অর্থ অনুমোদনেও স্বচ্ছতা থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PWD Delaying in works
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE