Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জেরা অ্যাপোলোর চার প্রতিনিধিকে

ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তে অ্যাপোলো হাসপাতালের চার জন প্রতিনিধিকে ডেকে রবিবার জেরা করল পুলিশ। এঁদের মধ্যে এক চিকিৎসক দম্পতি রয়েছেন। বাকি দু’জন হাসপাতালের কর্মী। ফুলবাগান থানার তদন্তকারী অফিসারেরা চার জনকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৪:০৩
Share: Save:

ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তে অ্যাপোলো হাসপাতালের চার জন প্রতিনিধিকে ডেকে রবিবার জেরা করল পুলিশ। এঁদের মধ্যে এক চিকিৎসক দম্পতি রয়েছেন। বাকি দু’জন হাসপাতালের কর্মী। ফুলবাগান থানার তদন্তকারী অফিসারেরা চার জনকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ সূত্রের খবর, অ্যাপোলো হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতাল থেকে পাওয়া বিভিন্ন নথি দেখিয়ে সেগুলি সম্পর্কে এ দিন বেশ কিছু প্রশ্ন করা হয় ওই চার জনকে। এর আগে অ্যাপোলোর ছয় জনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। ওই ছয় জনের বয়ানের সঙ্গে এ দিন থানায় আসা চার জনের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

অ্যাপোলো থেকে এসএসকেএমে স্থানান্তরের সময় কী পরিস্থিতিতে সঞ্জয়ের পরিবারকে ‘ফিক্সড ডিপোজিট’ জমা রাখতে হয়েছিল, এ দিন অ্যাপালোর প্রতিনিধিদের কাছে সে সম্পর্কেও সবিস্তার খোঁজখবর নেন তদন্তকারীরা। হাসপাতালে ‘ফিক্সড ডিপোজিট’ জমা রাখার নিয়ম আছে কি না, সে বিষয়েও পুলিশের তরফে জানতে চাওয়া হয়। সঞ্জয়ের চিকিৎসার বিস্তারিত তথ্য ৪৫০ পাতার একটি নথি ফুলবাগান থানায় আগেই জমা দিয়েছে অ্যাপোলো।

শনিবার স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির ৬ সদস্য দফায় দফায় বৈঠক শেষে সঞ্জয়ের মৃত্যুর ঘটনা নিয়ে একটি রিপোর্ট জমা দেন স্বাস্থ্যসচিবের কাছে। সূত্রের খবর, সেই রিপোর্টে অ্যাপোলোর বেশ কিছু গাফিলতির উল্লেখ করা হয়েছে। সোমবার সে রিপোর্ট খোলা হবে। নবান্ন থেকে পুলিশকেও তাদের তদন্ত দ্রুত গুটিয়ে আনতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Roy Dead Investigation Apollo Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE