Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজনাথ আজ নবান্নে ৭ মুখ্যমন্ত্রীর মুখোমুখি

বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীদের যোগ দেওয়ার কথা।

রাজনাথ সিংহ।

রাজনাথ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৩:২৩
Share: Save:

সীমান্তের নিরাপত্তা নিয়ে আজ, বৃহস্পতিবার ‘নবান্ন সভাঘর’-এ সাত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীদের যোগ দেওয়ার কথা। থাকার কথা ওই সব রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তা এবং সীমান্তরক্ষী বাহিনী-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদেরও।

ওই বৈঠকের জন্য বুধবার রাত থেকেই বিদ্যাসাগর সেতু সংলগ্ন এলাকা পুলিশে মুড়ে দেওয়া হয়েছে। চলছে গাড়ি-তল্লাশি। হাইপ্রোফাইল বৈঠকে নবান্ন-সভাঘরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

বৈঠক বসার কথা বেলা ৩টেয়। নবান্নে রাজনাথকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাঘরের কোণে তৈরি হয়েছে ‘অ্যান্টিচেম্বার’। প্রশাসন আশা করছে, নিরাপত্তা-বৈঠকের পরে পাহাড়ের পরিস্থিতি নিয়ে একান্তে কথা হতে পারে মমতা ও রাজনাথের। রাজনাথ এ দিনই কলকাতায় পৌঁছেছেন। অসম, মণিপুর ও অরুণাচলের মুখ্যমন্ত্রীরা বৃহস্পতিবার সকালে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE