Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সার্কিট হাউসে ঢুকতে বাধা, রাগে অগ্নিশর্মা রূপা

মেদিনীপুরে সার্কিট হাউসে ঢুকতে পুলিশ বাধা দেওয়ায় মেজাজ হারালেন সাংসদ তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

বাধা: পুলিশের সঙ্গে কথা কাটাকাটি রূপা গঙ্গোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র।

বাধা: পুলিশের সঙ্গে কথা কাটাকাটি রূপা গঙ্গোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০০:৫২
Share: Save:

মেদিনীপুরে সার্কিট হাউসে ঢুকতে পুলিশ বাধা দেওয়ায় মেজাজ হারালেন সাংসদ তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে পুলিশের সঙ্গে বচসায় জড়়িয়ে পড়েন তিনি। পরে রূপাদেবীকে সার্কিট হাউসে ঢুকতে দেওয়া হলেও তাঁর সঙ্গে থাকা দলের নেতা-কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।

মহিলা মোর্চার মিছিলে যোগ দিতেই এ দিন মেদিনীপুরে আসেন রূপাদেবী। মিছিলের আগে সার্কিট হাউসে ঢুকতে গেলেই তাঁকে বাধা দেয় পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ রূপাদেবী বলেন, ‘‘একটা সোজা প্রশ্ন, এই সার্কিট হাউসটা কি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নিজের পকেটের টাকায় করা। এঁরা আমাদের ছেলেদের এই ভাবে হেনস্থা করার অধিকার ও সাহস পান কী করে?’’

তাঁর কথায়, “এই সার্কিট হাউসে আমি বিজেপিতে যোগদানের আগে ও পরে বহুবার এসেছি। তা সত্ত্বেও একটা সাধারণ ভদ্রতা দেখানো যায় না? চারিদিকে এত নিরাপত্তার আয়োজন করে রাখা হয়েছে। এটা কি আমাদের নিরাপত্তার জন্য না বাধা দেওয়ার জন্য?”

কেন তাঁকে বাধা দিল পুলিশ? রূপাদেবীর জবাব, “ওদের কাছে কারণ দেখানোর কিছু নেই। আসলে ওরা বিজেপিকে ভয় পাচ্ছে।” পরক্ষণেই বিজেপি সাংসদের সংযোজন, “পরে ওরা (পুলিশ) মিনমিন করে বলছে, না আপনি যান। কেন আমি একা যাবো? আমরা কি এখানে পকেটে করে বোমা- বন্দুক নিয়ে এসেছি?’’

পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে রূপাদেবী বলেন, ‘‘সংবাদমাধ্যমকে ধরেও পেটাচ্ছে। উর্দি পরলে যে পুলিশ কী হয়ে যায়, মানুষ থাকে, না পাগল হয়ে যায় আমি বুঝতেই পারি না।”

এ দিন দুপুরে সার্কিট হাউসের কাছ থেকেই মহিলা মোর্চার মিছিল শুরু হয়। মিছিল শেষে সভা হয়। পরে কালেক্টরেটে গিয়ে মহিলা মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। রূপাদেবীর অভিযোগ, “তৃণমূলের যে ক’টা অফিস রয়েছে তার ৯৯ শতাংশতেই বোমা-বন্দুক বানানো হয়।”

পুলিশ অবশ্য রূপাদেবীকে সার্কিট হাউসে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দাবি, “উনি দু’বার সার্কিট হাউসে ঢুকেছেন- বেরিয়েছেন। বাধা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। বাধা দেওয়া হলে উনি ঢুকলেন-বেরোলেন কি করে? ওঁনার নামে সার্কিট হাউসে বুকিং ছিল। এটা জানাই ছিল।”

জেলা পুলিশ সুপারের কথায়, “সকালে যখন উনি সার্কিট হাউসে ঢুকছিলেন, তখন ওঁনার সঙ্গে অনেক লোকজন ছিল। পুলিশ তখন জানায়, বাইরের এত লোক সার্কিট হাউসে ঢুকতে পারবে না।”

গ্রামবাসীদের আর্জিতে সাড়া দিয়ে এ দিন কাঁসাই হল্ট স্টেশন এলাকা পরিদর্শন করেন রূপাদেবী। এখানে প্ল্যাটফর্মের দাবি দীর্ঘদিনের। রূপাদেবীর আশ্বাস, এ বিষয়ে তিনি উদ্যোগী হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE