Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দিলীপের বিরুদ্ধে টুইটারে সরব রূপা

সোমবার গভীর রাতে রূপা আরও টুইট করে জানিয়েছেন, ‘‘দিলীপদা, বাংলায় আপনাদের মিডিয়া ইন চার্জ কে? দয়া করে তাঁকে বলবেন, আগামিকাল সকাল ১০টায় আমাকে ফোন করতে। কোর কমিটি মেসেজ গ্রুপে কেউ জবাব দেয় না। আপনাকেও মেসেজ করতে পারছি না। ওই রাস্তা বন্ধ করা আছে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৯
Share: Save:

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ প্রকাশ করে ফের বিতর্কে জড়ালেন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, সোমবার টুইটারে রূপা অভিযোগ করেছেন, ‘‘আমি মোদীজিকে মেসেজ করতে পারি। কিন্তু দিলীপদা, আমার আপনাকে মেসেজ করার পথ বন্ধ করা আছে। আমি অমিতভাই সাহেবের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু আপনি আমার সঙ্গে প্রকাশ্যে কুরুচিকর ভাষায় চিৎকার করেন। কিন্তু আমি সব সময় শান্ত থাকি। কারণ আমার বাবা আমাকে বয়োজ্যেষ্ঠদের প্রতি অনুগত হতে শিখিয়েছেন। আপনি আমাকে প্রকাশ্যে ব্যঙ্গ এবং অপমান করেছেন।’’ সোমবার গভীর রাতে রূপা আরও টুইট করে জানিয়েছেন, ‘‘দিলীপদা, বাংলায় আপনাদের মিডিয়া ইন চার্জ কে? দয়া করে তাঁকে বলবেন, আগামিকাল সকাল ১০টায় আমাকে ফোন করতে। কোর কমিটি মেসেজ গ্রুপে কেউ জবাব দেয় না। আপনাকেও মেসেজ করতে পারছি না। ওই রাস্তা বন্ধ করা আছে।’’

মঙ্গলবার অবশ্য রূপার টুইটার হ্যান্ডল খুঁজে ওই সব টুইট পাওয়া যায়নি। কিন্তু দিলীপবাবু জানিয়েছেন, তিনি রূপার ওই টুইটের কথা শুনেছেন এবং তার পর তাঁর এক প্রতিনিধির সঙ্গে ফোনে রূপার কথাও হয়েছে। দিলীপবাবু বলেন, ‘‘আমি রূপা গঙ্গোপাধ্যায়কে মোটেই ব্লক করিনি। ওঁর কোনও অসুবিধা হয়ে থাকলে সেটা টুইটারে লিখলেন কেন, তা বুঝলাম না। আর বহু কাল আগে উনি যখন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন, তখন দলীয় শৃঙ্খলা নিয়ে ওঁকে কিছু কথা বলেছিলাম। তার পরেও তো বহু বার ওঁর সঙ্গে আমার কথা এবং দেখা হয়েছে। সব স্বাভাবিকই ছিল। হঠাৎ এত দিন পরে টুইটারে এ সব কেন লিখলেন, জানি না।’’ রূপা এ দিন তাঁর টুইট নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, ওই টুইটের পর দলের মিডিয়া সেল কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE