Advertisement
২০ এপ্রিল ২০২৪

অভয় পেলেন ডাক্তাররা

বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হওয়ার পরে আতঙ্কে রাজ্যের চিকিৎসকদের একাংশ। বিলের কিছু অংশে সংশোধনী চেয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কেন্দ্রীয় শাখা। এই অবস্থায় বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের আস্থা ফেরাতে বৃহস্পতিবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০৩:২৫
Share: Save:

বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হওয়ার পরে আতঙ্কে রাজ্যের চিকিৎসকদের একাংশ। বিলের কিছু অংশে সংশোধনী চেয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কেন্দ্রীয় শাখা। এই অবস্থায় বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের আস্থা ফেরাতে বৃহস্পতিবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এ দিন তিনি বলেন, ‘‘বিধানসভায় যে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট বিল পাশ হয়েছে, তা চিকিৎসকদের জন্য নয়। বেসরকারি হাসপাতাল আইনমতো কাজ করছে কি না, তার উপরে নজর রাখাটাই বিলের উদ্দেশ্য।’’ যে সব বেসরকারি হাসপাতাল ভাল কাজ করছে, তাদের কোনও ভয় নেই বলেও এ দিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জেভিয়ার্স মডেলের পক্ষপাতী মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের অভয় দিয়ে মমতার বার্তা, ‘‘৯৯.৯ শতাংশ চিকিৎসক ভাল। কিন্তু ০.১ শতাংশের জন্য সকলের বদনাম হবে, এটা ঠিক নয়।’’ মুখ্যমন্ত্রীর মতে, অধিকাংশ চিকিৎসক সেবার জন্য কাজ করেন। নিজের জীবন বিপন্ন করেও রোগীর সেবা করেন। তাঁদের সম্মান জানানো উচিত।

একই সুরে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে তিনি বলেন, ‘‘কিছু মানুষের জন্য সবার বদনাম হচ্ছে। অনেকে এক টাকায় হাসপাতালের জমি কিনেছেন, কিন্তু রোগীকে নিয়মমাফিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না। এ সব দেখার জন্যই এই বিল।’’ ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় এ দিনও অ্যাপোলো হাসপাতালকে বিঁধেছেন মমতা। বিঁধেছেন সিএমআরআই-কেও। বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে জানিয়েছেন, জরুরি পরিষেবা নিয়ে বেসরকারি হাসপাতাল গড়িমসি করলে কড়া পদক্ষেপ করা হবে।

তবে সম্প্রতি দেখা গিয়েছে, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল অভিযোগ তুলে ব্ল্যাকমেলেরও চেষ্টা হয়েছে। তাতে সন্ত্রস্ত হাসপাতালগুলির একাংশ। তাদের এ দিন মুখ্যমন্ত্রীর আশ্বাস, অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তি দেওয়া হবে। অভিযোগের তদন্ত না করে কোনও সিদ্ধান্ত হবে না। কমিশনের পাশাপাশি সরকার, পুলিশ— সমস্ত স্তর থেকে তদন্ত হবে।

হাসপাতালে ভাঙচুরের ঘটনারও এ দিন কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘সত্যি সামনে আসবেই। দেরিতে হলেও সত্যের জয় হয়। তাই কেউ এই আইনের অপপ্রয়োগ করতে পারবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Doctor Helath Issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE