Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রণক্ষেত্র শিবপুর

বিজেপি কর্মীদের ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ছিল দলের যুব মোর্চার। কিন্তু সেই সমাবেশকে ঘিরেই বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শিবপুর থানা এলাকা।

রণক্ষেত্র শিবপুর। —নিজস্ব চিত্র।

রণক্ষেত্র শিবপুর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share: Save:

বিজেপি কর্মীদের ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ছিল দলের যুব মোর্চার। কিন্তু সেই সমাবেশকে ঘিরেই বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শিবপুর থানা এলাকা। শাসক দলের অভিযোগ, বিজেপির সমাবেশ থেকে প্ররোচনামূলক কথা আসছিল। তার প্রতিবাদে স্থানীয়রাই তাদের উপর চড়াও হয়। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের মারধর করে তৃণমূল কর্মীরাই। পুলিশ আবার বলছে, দুই পক্ষই একে অপরের দিকে ইঁট, পাথর, কাঁচের বোতল ছোড়ে। এমনকী তিন জন পুলিশ কর্মীও আহত হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ নামানো হয়। তিন রাউন্ড কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ।

বিজেপির অভিযোগ, কিছুক্ষণ সমাবেশ চলার পর হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়াডের্র কাউন্সিলর শামিমা বানুর স্বামী শামিম আহমেদ দলবল নিয়ে আক্রমণ করে। জেলা তৃণমূল সভাপতি অরূপ রায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE