Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রিমোট নিয়ে ঝগড়া, দিদি আত্মঘাতী

পরিবারের লোকেরা জানিয়েছেন, মা বাবা বেরিয়ে যেতেই অভিমানে পাশের ঘরে ঢুকে কীটনাশক খেয়ে নেয় জারিনা৷ কিছুক্ষণ পর তার ভাই-ই প্রথম বিষয়টি বুঝতে পেরে দৌড়ে গিয়ে বাবা-মা-কে ডেকে নিয়ে আসে৷

আত্মঘাতী জারিনা পারভিন।

আত্মঘাতী জারিনা পারভিন।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০৪:৫৬
Share: Save:

টিভিতে কার্টুন দেখছিল ভাই। দিদির বায়না ছিল গান শোনার। তাই নিয়ে ঝগড়া ১০ বছরের ভাইয়ের সঙ্গে ১৪ বছরের দিদির। মেয়েকে বকেছিলেন বাবা-মা। তাঁরা কাজে বেরোতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হল কিশোরী জারিনা পারভিন। ঘটনায় হতবাক ধূপগুড়ির পূর্ব বরাবাড়ি এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে কীটনাশক খাওয়ার পরে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জারিনাকে। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়৷ ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল জারিনা৷ তার ভাই চতুর্থ শ্রেণির পড়ুয়া। তাঁদের বাবা-মা দুজনেই চাষের কাজ করেন।

ছাত্রীর মামা আলম ইসলাম জানান, ওই দিন দুপুর দু’টো নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরে জারিনা৷ তখন টিভিতে কার্টুন দেখছিল ভাই। কিন্তু গান শুনবে বলে রিমোট দাবি করায় ভাই বোনের ঝগড়া বেধে যায়। জারিনার বাবা জামাল হোসেন ও মা কিনু খাতুনও সেই সময় বাড়িতে ছিলেন ৷ জানা গিয়েছে, টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করার জন্য তারা মেয়েকে একটু বকাবকি করেন৷ তারপর কাজে চলে যান৷

পরিবারের লোকেরা জানিয়েছেন, মা বাবা বেরিয়ে যেতেই অভিমানে পাশের ঘরে ঢুকে কীটনাশক খেয়ে নেয় জারিনা৷ কিছুক্ষণ পর তার ভাই-ই প্রথম বিষয়টি বুঝতে পেরে দৌড়ে গিয়ে বাবা-মা-কে ডেকে নিয়ে আসে৷ সঙ্গে সঙ্গে জারিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জারিনার বাবা জামাল হোসেন বলেন, ‘‘এতটুকু কারণে যে মেয়ে এমনটা করবে তা ভাবতেই পারছি না৷’’

জারিনার বাড়িতে পড়শিদের ভিড়।

তবে মনস্তত্ববিদ চিকিৎসক জয়রঞ্জন রাম মনে করেন, শুধুমাত্র এই কারণে ছাত্রীটি আত্মঘাতী হয়েছে এটা ভাবা হয়তো ভুল। তাঁর কথায়, ‘‘একটা মাত্র ঘটনার জেরে সাধারণভাবে কেউ আত্মহত্যা করে না। অন্য কোনও কারণে নিশ্চই মানসিক অশান্তি ছিল ওই ছাত্রীর। টিভি দেখতে চাওয়ায় বাবা-মায়ের বকা এ ক্ষেত্রে স্ফুলিঙ্গের কাজ করেছে।’’

বছর খানেক আগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের লক্ষ্মণপুরে টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখা নিয়ে পাঁচ বছরের এক শিশুর সঙ্গে ঝগড়া লেগেছিল তাদেরই ভাড়াটিয়া একটি পরিবারের ১২ বছরের এক কিশোরীর। ওই কিশোরীর মারে মৃত্যু হয়েছিল শিশুটির। ওই কিশোরীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনল ধূপগুড়ি।

জারিনা যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের প্রধানশিক্ষক সিরাজুল হক এ দিন তাদের বাড়ি যান। শোকসভা হয় জারিনার স্কুলে।


—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE