Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাফ আকাশ কাল থেকে, নামবে পারদ

আবহবিদেরা জানাচ্ছেন, নিম্নচাপটি বিলীন হয়ে গেলেও তার প্রভাবে ওডিশা ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপরে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলেই জোলো হাওয়া ঢুকে আকাশে মেঘ তৈরি করছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আজ, রবিবার ঘূর্ণাবর্তটিও বিদায় নেবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ০৪:০৬
Share: Save:

নিম্নচাপ বিদায় নিতেই বদলে গেল আবহাওয়া! শনিবার সকালেই দেখা মিলল নীল আকাশ ও ঝকঝকে রোদের। বেলা গড়াতে আকাশে ফের মেঘ জমে বটে, কিন্তু মহানগরে বৃষ্টি হয়নি। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবারই ওডিশা উপকূলে দুর্বল হয়ে পড়েছিল বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। শনিবার সকালের আগেই তা বিলীন হয়ে গিয়েছে। তার ফলে বৃষ্টি কমে গিয়েছে ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এ দিন তবে মেঘ ফিরল কেন?

আবহবিদেরা জানাচ্ছেন, নিম্নচাপটি বিলীন হয়ে গেলেও তার প্রভাবে ওডিশা ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপরে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলেই জোলো হাওয়া ঢুকে আকাশে মেঘ তৈরি করছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আজ, রবিবার ঘূর্ণাবর্তটিও বিদায় নেবে। কাল, সোমবার থেকে আকাশ সাফ হবে।

এ বছর অক্টোবরের শেষ থেকেই হেমন্তের আভাস মিলছিল। রাতে পারদ নামার সঙ্গে সঙ্গে হিমেল ভাবও মালুম হচ্ছিল। কিন্তু নিম্নচাপের জেরে সেই পরিস্থিতি তালগোল পাকিয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে সব্জি চাষেরও। বারবার বৃষ্টি হওয়ায় ডেঙ্গির বিপদও কাটছে না বলে জানাচ্ছেন পরজীবী বিশেষজ্ঞেরা। আবহাওয়া দফতর সূত্রে অবশ্য বলা হচ্ছে, এই ঘূর্ণাবর্ত বিদায় নিলে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। বরং রাতের দিকে পারদ নামারই ইঙ্গিত মিলছে। আগামী সপ্তাহে কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। চিকিৎসকদের মতে, হাওয়া অফিসের পূর্বাভাস মিললে ডেঙ্গির বাহক মশার বংশবিস্তারে বাধা পড়বে। তাপমাত্রা কমলে ভাইরাসের বেঁচে থাকাও মুশকিল হবে। ফলে রাশ পড়তে পারে ডেঙ্গির দাপটেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Update Kolkata Depression Clear Sky
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE