Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এত দিনে স্বস্তি রাজ্য বিজেপির

লোকসভা নির্বাচনের পরে সারদা-কাণ্ডের তদন্তের গতি থমকে যেতে বিপুল অস্বস্তিতে পড়েছিল রাজ্য বিজেপি। মোদীভাই-দিদিভাই সমঝোতার তত্ত্ব নিয়ে তখন হইচই চলছিল বাম-কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৪:১৭
Share: Save:

লোকসভা নির্বাচনের পরে সারদা-কাণ্ডের তদন্তের গতি থমকে যেতে বিপুল অস্বস্তিতে পড়েছিল রাজ্য বিজেপি। মোদীভাই-দিদিভাই সমঝোতার তত্ত্ব নিয়ে তখন হইচই চলছিল বাম-কংগ্রেসের। নারদ-কাণ্ডে শেষ পর্যন্ত সিবিআই তৃণমূলের ১২ জন মন্ত্রী-সাংসদের নামে এফআইআর দায়ের করায় স্বস্তিতে গেরুয়া শিবির! রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে মাঠে নামার রসদ পেয়ে গেলেন দিলীপ ঘোষ, রাহুল সিংহেরা।

আদালত নারদ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে বিরোধীরা নতুন উদ্যমে ময়দানে নেমেছে। সেই সঙ্গে বারেবারেই তারা দাবি তুলেছে, কেন্দ্র ও রাজ্যের শাসক দলের ফের যেন তলে তলে আঁতাঁত না হয়! একই আশঙ্কার চোরা স্রোত ছিল রাজ্য বিজেপি-র অন্দরেও! সম্প্রতি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পরে সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা চলছিল। চিন্তার ভাঁজ বেড়েছিল বিজেপি-র কপালেও! সিবিআইয়ের এফআইআর শেষ পর্যন্ত রাজ্য বিজেপি-র জন্য ঘাম দিয়ে জ্বর ছাড়ার ব্যবস্থা করেছে!

স্বস্তির সুরে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ সোমবার বলেছেন, ‘‘সিবিআই ঠিক পথেই এগোচ্ছে।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘সিবিআই একটু সময় নিলে লোকে বলে, সমঝোতা হয়েছে! আবার সিবিআই পদক্ষেপ করলে তৃণমূল নেত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য! আসলে সিবিআই তার কাজ করছে।’’ দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুলবাবুরও মন্তব্য, ‘‘সিবিআইয়ের এফআইআর প্রমাণ করল, সেটিং-তত্ত্ব ঠিক নয়! বাংলার মানুষ অপেক্ষা করছেন, কে প্রথম জেলখানায় যাবেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narada CBI FIR BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE