Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State News

বারাসত কলেজে হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী

ঝামেলার সময় এক দল ছাত্র ব্লেড দিয়ে অন্যদের আক্রমণ করে। তাতে আহত হন জনা কয়েক ছাত্র-ছাত্রী। ঝামেলা মেটাতে ছুটে আসেন কলেজের অন্য পড়ুয়ারা। আহতদের স্থানীয় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ২৩:২৬
Share: Save:

ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে ঝামেলা বাধল বারাসত কলেজে। ব্লেড নিয়ে এক দল চড়াও হল আর অন্য দলের উপর। হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই ছাত্র গোষ্ঠী। তাতে আহত হলেন পড়ুয়ারা। ঘটনা বারাসত কলেজের।

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার বিকেলে কলেজের ভিতরে জনা কয়েক ছাত্রীকে লক্ষ্য করে কটূক্তি করে এক দল ছাত্র। ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের এক ছাত্র গোষ্ঠীর দিকে। সে খবর পাওয়ামাত্রই শাসক দলের অপর গোষ্ঠী অভিযুক্তদের উপর চড়াও হয়। কলেজ চত্বরেই শুরু হয়ে যায় হাতাহাতি, মারপিট। ঝামেলার সময় এক দল ছাত্র ব্লেড দিয়ে অন্যদের আক্রমণ করে। তাতে আহত হন জনা কয়েক ছাত্র-ছাত্রী। ঝামেলা মেটাতে ছুটে আসেন কলেজের অন্য পড়ুয়ারা। আহতদের স্থানীয় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

‘আজ আবার আমার পিতৃবিয়োগ হল’

গভীর শোক মোদীর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আগামিকাল

ঘটনার দায় নিয়ে অস্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ। বরং, কর্তৃপক্ষের দাবি, কলেজের কোনও পড়ুয়াই এই ঘটনার সঙ্গে জড়িত নন। এটা বহিরাগতদের কাজ। তবে বহিরাগতেরা কী ভাবে কলেজ চত্বরে ঢুকে ঝামেলা করল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMCP Barasat College TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE