Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সুব্রত বক্সীর হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোটে ‘বিদ্রোহ’ দেখালে পরিণতি ভাল হবে না বলে দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৪:১৮
Share: Save:

পঞ্চায়েত ভোটে ‘বিদ্রোহ’ দেখালে পরিণতি ভাল হবে না বলে দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ে কোনও নেতার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের থেকে যোগ্যতাই যে প্রধান মাপকাঠি, তা আগেই বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সেই নির্দেশ পালনের বার্তা দিতেই শনিবার হাওড়া জেলার সম্মেলনে বক্সী বলেন, ‘‘চাটুকারিতা করে কিছুই মিলবে না।’’ একক ভাবে কোনও নেতার আধিপত্য যে দল মেনে নেবে না, তা বোঝাতে তিনি বলেন, ‘‘দলে অনেকের খিদে মিটছে না। তাঁদের শুধু পদ চাই। তাঁরা মনে করছেন দলের তাঁকে দরকার কিন্তু তাঁর দলকে দরকার নেই। এই সব নেতাকে দলের প্রয়োজন নেই।’’

ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে প়ঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই যে দলের প্রধান লক্ষ্য, তা বুঝিয়ে দেন বক্সী। হাওড়ার পরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি এ দিন বলেন, ‘‘এই পঞ্চায়েত ভোটে তৃণমূল যাতে সব আসন জেতে, সে দিকে নজর দিতে হবে।’’ দলের নির্দেশ পালনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সবক’টা গ্রাম পঞ্চায়েতই আমরা এ বার জিতিয়ে আনব।’’ বিবাদ ঘোচানোর নির্দেশ দিতে সেই মিছিল শেষে জেলা সভাপতি তপন দাশগুপ্তও বলেন, ‘‘শুধু সিঙ্গুর কেন, জেলার কোনও অংশেই বিবাদ বরদাস্ত করবে না দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE