Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গ্রামীণ সড়কে সাফল্য, ভাতা রাজ্যকে

এ বছর কেন্দ্রীয় সরকার দেশের ১২টি রাজ্যকে তৈরি হওয়া রাস্তা ভাল রাখার জন্য বিশেষ অনুদান দিয়েছে। তাতে পশ্চিমবঙ্গ পেয়েছে ৫৮ কোটি ৩৫ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৪:২৪
Share: Save:

১০০ দিনের কাজের পর এ বার গ্রামে পাকা সড়ক রক্ষণাবেক্ষণেও দিল্লির স্বীকৃতি। ১৭ বছর ধরে চলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। কিন্তু কখনও রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে রাজ্যের কপালে দিল্লির উৎসাহ ভাতা জোটেনি। এ বছর কেন্দ্রীয় সরকার দেশের ১২টি রাজ্যকে তৈরি হওয়া রাস্তা ভাল রাখার জন্য বিশেষ অনুদান দিয়েছে। তাতে পশ্চিমবঙ্গ পেয়েছে ৫৮ কোটি ৩৫ লক্ষ টাকা।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথায়, ‘‘কাজ করলে ফল মেলে। তার স্বীকৃতি কেন্দ্রকে দিতেই হবে। ১০০ দিনের কাজে আমরা দেশের সেরা, গ্রামেগঞ্জে রাস্ত তৈরিতেও উৎসাহভাতা দিল কেন্দ্র।’’ মন্ত্রীর স্বভাবসিদ্ধ সংযোজন, ‘‘এখন তো দেখছি নরেন্দ্র মোদীই আমার হয়ে পঞ্চায়েত ভোট করছেন। আমরা শুধু দিল্লির সার্টিফিকেট দেখিয়ে বলব পদ্মফুলে নয়, জোড়াফুলে ভোট দিন।’’

দফতরের হিসাব বলছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ৮৮৮৯ কিমি রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিল পঞ্চায়েত দফতর। তার মধ্যে ৭৮১২ কিমি রাস্তা সম্পূর্ণ মেরামত করে দেওয়া হয়েছে। বাকি ১০৭৭ কিমির কাজ চলছে। এ ছাড়াও নতুন করে ২৯৮টি পুরনো রাস্তা সংস্কারের জন্য হাতে নেওয়া হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্তা সত্যব্রত চক্রবর্তী জানান, গত কয়েক বছরে রাস্তা মেরামতির জন্য রাজ্য ৭০৮ কোটি ৩১ টাকা খরচ করেছে।

বাজপেয়ী জমানায় ২০০০ সালে গ্রামে পাকা রাস্তা তৈরির প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি শুরু হয়েছিল। গ্রামীণ পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এই প্রকল্পের বৈপ্লবিক ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ইউপিএ জমানাতেও প্রকল্পটি চালু রেখেছিল কংগ্রেস। যদিও রাস্তা রক্ষণাবেক্ষণে রাজ্যের সাফল্য গত ১৭ বছরে আসেনি। এক কর্তা জানাচ্ছেন, এখন কেন্দ্র তৈরি রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ দেখতে দিল্লির প্রতিনিধি পাঠায়। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই উৎসাহভাতা দেওয়া শুরু হয়।

কে কত

রাজ্য পরিমাণ

রাজস্থান ২৩০

মধ্যপ্রদেশে ২১৯

ওডিশা ১০৯

পশ্চিমবঙ্গ ৫৮.৩৫

অন্ধ্রপ্রদেশ ৫২

*হিসেব কোটি টাকায়

এ বার যে ১২টি রাজ্যকে কেন্দ্র ৮৪২ কোটি টাকা উৎসাহ ভাতা দিয়েছে তার মধ্যে বাংলার স্থান চতুর্থ। অন্য রাজ্যগুলির মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ উল্লেখযোগ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE