Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনুব্রতকে পাল্টা হুমকি বিরোধীদের

অনুব্রত মণ্ডল লাগাতার কুকথা বলে চললেও কেন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্নে সুর চড়াল বিরোধীরা। রবিবার বীরভূমের ময়ূরেশ্বরে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে গ্রেফতারের দাবিতে মিছিল করে বামেরা।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ০৩:৪৮
Share: Save:

অনুব্রত মণ্ডল লাগাতার কুকথা বলে চললেও কেন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্নে সুর চড়াল বিরোধীরা। রবিবার বীরভূমের ময়ূরেশ্বরে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে গ্রেফতারের দাবিতে মিছিল করে বামেরা। মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে অনুব্রতকে কটাক্ষে ভরিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অনুব্রতকে পাল্টা হুমকি দিয়েছে বিজেপি-ও।

শনিবার বীরভূমের মহম্মদবাজারে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি সভায় দলীয় কর্মীদের উদ্দেশে অনুব্রতর নির্দেশ ছিল, ‘‘কী করে ভোট করাতে হয়, আপনারা জানেন। পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতবে। চোখ রাঙালে চোখ তুলে নেবেন, তাতে অসুবিধা নেই। পাথরের চোখ লাগিয়ে দেবেন।’’ কিন্তু, ‘অমার্জিত শব্দচয়ন’ নিয়ে দুঃখপ্রকাশ করা ছাড়া আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তৃণমূল নেতৃত্বের তরফে। হুমকির মুখে পড়েও অনুব্রতর বিরুদ্ধে কোনও মামলার রাস্তায় হাঁটেনি বীরভূম জেলা পুলিশ। সেই সব প্রসঙ্গ তুলেই মেদিনীপুরে দলীয় সভায় অনুব্রতর নাম না করে সূর্যকান্ত বলেন, “ওই যে একটা মোটাসোটা লোক আছে, অক্সিজেন না কি কম চলে। বলছে এই করব, ওই করব। চোখ তুলে নিয়ে পাথরের চোখ বসিয়ে দেব। আপনার অত ক্ষমতা হয়নি!” বাঁকুড়ার বেলিয়াতোড়ে দলীয় সভায় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রতকে পিটিয়ে জেলে ঢোকানো উচিত পুলিশের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE