Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ছাত্রীর অশালীন ছবি ছড়ানোর হুমকি

শনিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ করেন দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা, স্নাতক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পুলিশের ধারণা, অভিযুক্তের ‘অ্যাকাউন্ট’টি ভুয়ো নামে রয়েছে। সেটি সম্পর্কে বিশদ তথ্য পেতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০৪:৫০
Share: Save:

অচেনা যুবতীর অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের প্রস্তাব এসেছিল ফেসবুকে। সাত-পাঁচ না ভেবে তা গ্রহণ করেছিলেন দুর্গাপুরের কলেজ-ছাত্রী। তাতেই পড়েছেন মুশকিলে। প্রথমে ‘মেসেজ বক্স’-এ অশ্লীল প্রস্তাব পাঠানো, তা না মানায় অন্যের শরীরে ওই ছাত্রীর মুখ বসানো অশালীন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি আসে। শেষে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে অন্য বন্ধুদের অশালীন প্রস্তাব পাঠানো শুরু হয়েছে বলে অভিযোগ ছাত্রীটির।

শনিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ করেন দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা, স্নাতক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পুলিশের ধারণা, অভিযুক্তের ‘অ্যাকাউন্ট’টি ভুয়ো নামে রয়েছে। সেটি সম্পর্কে বিশদ তথ্য পেতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অশালীন ছবি ছড়ানোর অভিযোগ উঠছে বারবারই। সম্প্রতি কলকাতার দুই প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁদের জবাবদিহি চেয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দু’দিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ধরা পড়ে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। দুর্গাপুরেও গত এক মাসে এ ধরনের সাইবার-অপরাধের ঘটনা এ নিয়ে তৃতীয়।

দুর্গাপুরের ওই ছাত্রীর অভিযোগ, কয়েকদিন আগে বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করার পরেই ওই অ্যাকাউন্ট থেকে নিয়মিত অশ্লীল ‘চ্যাট’ করার প্রস্তাব দেওয়া হতে থাকে। তিনি আপত্তি করেন। তখন তাঁর ‘প্রোফাইল’-এর ছবি ব্যবহার করে একটি অশালীন ছবি তৈরি করে তাঁর ‘মেসেজ বক্স’-এ পাঠানো হয়। হুমকি দেওয়া হয়, যদি তিনি ‘চ্যাট’ করতে না চান, তবে আরও অশালীন ছবি তৈরি করে সোশ্যাল নেটওয়ার্কে ছড়ানো হবে।

ছাত্রীটির দাবি, ভয় পেয়ে নিজের ‘অ্যাকাউন্ট’ বন্ধ করেন। কিন্তু দিন দু’য়েক পরেই জানতে পারেন, তাঁর ‘অ্যাকাউন্ট’ থেকে বন্ধুদের কাছে অশ্লীল ‘মেসেজ’ ও ছবি পাঠানো হয়েছে। অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়েছে বুঝে ‘পাসওয়ার্ড’ পাল্টানোর চেষ্টা করেও সফল না হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, ওই ছাত্রীর সম্পর্কে অভিযুক্ত বিশদ খোঁজখবর রাখে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘‘এ ধরনের সমস্যা এড়াতে প্রোফাইলের ছবি নিরাপদ (প্রোটেক্ট) করার ব্যবস্থা করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। তা ছ়াড়া, একেবারে অচেনা কোনও অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের প্রস্তাব এলে তা গ্রহণ না করাই বাঞ্ছনীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE