Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজ্যে আজ আরও ৩টি পুলিশ-জেলা

ঝাড়গ্রামের পরে আরও তিনটি পুলিশ-জেলা হচ্ছে রাজ্যে। সব ক’টিই দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর। নবান্নের খবর, সব ঠিক থাকলে আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলার অনুমোদন পাওয়ার কথা।

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮
Share: Save:

ঝাড়গ্রামের পরে আরও তিনটি পুলিশ-জেলা হচ্ছে রাজ্যে। সব ক’টিই দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর। নবান্নের খবর, সব ঠিক থাকলে আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলার অনুমোদন পাওয়ার কথা। কাকদ্বীপ পুলিশ-জেলা গড়া হচ্ছে কাকদ্বীপ মহকুমার ন’টি থানা-সহ ১৩টি থানা নিয়ে। ডায়মন্ড হারবার পুলিশ-জেলায় ওই মহকুমার সব থানা ছাড়াও থাকবে কলকাতার লাগোয়া আলিপুর মহকুমার থানাগুলি। আর বারুইপুর মহকুমার সব থানা নিয়ে হবে বারুইপুর পুলিশ-জেলা। প্রশাসনের একাংশ জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। ২০০৯ সালে বাম আমলে ঝাড়গ্রামকে এ রাজ্যে প্রথম পুলিশ-জেলার মর্যাদা দেওয়া হয়েছিল। সেখানে পুলিশ সুপারই এখন সর্বোচ্চ পদ। তবে নতুন পুলিশ-জেলায় সুপারের উপরে এক জন সিনিয়র সুপার রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police-District
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE