Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রবিবাসরীয় প্রচারে সরগরম সবং

আগামী ২১ ডিসেম্বর সবংয়ে উপ-নির্বাচন। এ বার ভোটের লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাই। অন্য দিকে, প্রতিটি সভায় আগাগোড়া বিজেপিকে বিঁধলেও দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে সিপিএমকেই তুলে ধরছে তৃণমূল।

শেষবেলায়: তৃণমূলের সভায় বক্তা শুভেন্দু অধিকারী।

শেষবেলায়: তৃণমূলের সভায় বক্তা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:২৭
Share: Save:

সভা থেকে পদযাত্রা, শাসক-বিরোধী তরজায় শেষ রবিবাসরীয় প্রচারে পারদ চড়ল ভোটের সবংয়ে। সবং বিধানসভায় উপ-নির্বাচনের মুখে রবিবার নানা কর্মসূচি করে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল। রাজ্য নেতৃত্বদের এনে চলে প্রচার। তবে এ দিনও বাড়ি-বাড়ি নিবিড় প্রচারেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে সিপিএম প্রার্থীকে।

আগামী ২১ ডিসেম্বর সবংয়ে উপ-নির্বাচন। এ বার ভোটের লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাই। অন্য দিকে, প্রতিটি সভায় আগাগোড়া বিজেপিকে বিঁধলেও দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে সিপিএমকেই তুলে ধরছে তৃণমূল। এ দিন সবং বিধানসভার পিংলার জলচকে প্রচারসভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। ওদের স্বমূলে উৎখাত করতে হবে। ওদের প্রার্থীর জামানত জব্দ করতে হবে। এখানে সিপিএম দ্বিতীয় স্থানে থাকবে। তৃতীয় স্থান পাবে বিজেপি।” বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যেরও সমালোচনা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপি নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে সিপিএমের হার্মাদ নেত্রীকে প্রার্থী করেছে। আসলে বিজেপি সিপিএমের বি টিম। আর কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে। মালদহ-মুর্শিদাবাদে ওদের যেটুকু অস্তিত্ব ছিল, আমি তা ধুয়েমুছে সাফ করে দিয়েছি।”

এ দিন চমক ছিল বিজেপির প্রচারেও। সবংয়ের খুকুনিয়া হাইস্কুল ময়দানের জনসভায় এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নেত্রী লকেট চট্টোপাধ্যায়, নেতা মুকুল রায়। সকলকেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। ওই সভামঞ্চেই প্রাক্তন জেলাশাসক তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি। পরে দিলীপ ঘোষ বলেন, “এখানে একজন ৩০ বছর বিধায়ক থেকেও কিছু করতে পারেননি। বন্যা নিয়ন্ত্রণে খাল কাটার জন্য কেন্দ্র যে টাকা দিয়েছিল তাতে দুর্নীতি হয়েছে। জল গড়াচ্ছে না খাল দিয়ে। এখানকার মাদুর শিল্পের উন্নতি হয়নি।” তাই সবংয়ে পরিবর্তনের ডাক দেন তিনি। এ দিন মুকুল রায় কড়া ভাষায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমালোচনা করেন। অন্য দিকে, কেন্দ্রের বরাদ্দ করা টাকায় রাজ্যে দুর্নীতি চলছে বলে অভিযোগ করেনন বাবুল সুপ্রিয়। এমন পরিস্থিতিতে সবংয়ে বিজেপিকে জেতানোর ডাক দেন লকেট।

বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের প্রচারে হাজির বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষরা।

এ দিনই দশগ্রামে পদযাত্রায় যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে সিপিএমের প্রচারে শেষবেলাতেও কোনও বিশেষত্ব ছিল না। ভেমুয়া এলাকায় বাড়ি-বাড়ি প্রচার করেছেন সিপিএম প্রার্থী রিতা জানা মণ্ডল। তিনি বলেন, “তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের প্রার্থীকে রাজ্যস্তরের নেতাদের এনে নতুন করে পরিচিত হতে হচ্ছে। কিন্তু আমি তো ১৯৯৮ সাল থেকে একই দলে থেকে লড়াই করে যাচ্ছি। তাই প্রতিদিনের মতোই রবিবারও মানুষের কাছে গিয়েছিলাম।”

—নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE