Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তৃণমূলের মিছিল

শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জী রোড ধরে ওয়াই চ্যানেলে যাবে মিছিল। ছাত্র-যুবদের মিছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৪৩
Share: Save:

শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আজ, শুক্রবার মিছিল করবে তৃণমূল। বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে মিছিল।

শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জী রোড ধরে ওয়াই চ্যানেলে যাবে মিছিল। ছাত্র-যুবদের মিছিল। মিছিলে কলকাতার নেতাদের থাকার কথা।

নারদ-কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ওয়াই চ্যানেল থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত মিছিল হয়। এরই পাল্টা মিছিল আজ করছে তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই মিছিলের কথা জানিয়ে বলেন, ‘‘বিরোধী দলের কুৎসা, কর্মসূচিহীনভাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণের চক্রান্তের বিরুদ্ধে আমরা মিছিল করব।’’ ওই মিছিলের জেরে অফিস ফেরতা মানুষের ভোগান্তি হবে। তা মাথায় রেখেও পার্থবাবু বলেন, ‘‘মানুষের কষ্ট আমরা বুঝি। মানুষের কষ্ট দেখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তাদের পাশে আছেন। তাদের সঙ্গে আছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC rally esplanade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE