Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মোর্চার সমর্থন চাইল তৃণমূল

তৃণমূল যে রাজ্যসভা ভোটে গোর্খা জনমুক্তি মোর্চাকে নিজেদের দিকে টানতে চায়, সে ইঙ্গিত আগেই মিলেছিল। বিধানসভা সূত্রের খবর, সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল রাজ্যসভা ভোটে সমর্থনের জন্য মোর্চার তিন বিধায়ককে অনুরোধ করেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:৪০
Share: Save:

তৃণমূল যে রাজ্যসভা ভোটে গোর্খা জনমুক্তি মোর্চাকে নিজেদের দিকে টানতে চায়, সে ইঙ্গিত আগেই মিলেছিল। বিধানসভা সূত্রের খবর, সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল রাজ্যসভা ভোটে সমর্থনের জন্য মোর্চার তিন বিধায়ককে অনুরোধ করেছে। মোর্চা তাদের সিদ্ধান্ত এখনও জানায়নি। কিন্তু তৃণমূল নেতৃত্বের আশা, মোর্চা তাঁদের অনুরোধে সাড়া দেবে।

কিন্তু মোর্চার সমর্থনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি জিতেছে। মোর্চা তৃণমূলকে সমর্থন করলে বিজেপি-র ভূমিকা কী হবে? বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মোর্চা তৃণমূলকে সমর্থন করলে অবাক হব না। কারণ, বিধানসভায় মোর্চা বিধায়করা সাধারণত সরকারকেই সমর্থন করেন। আর এখন মোর্চার নেতা বিনয় তামাঙ্গ, যিনি তৃণমূল-ঘনিষ্ঠ।’’ তা হলে এখন কি মোর্চার সঙ্গে বিজেপি-র জোট নেই? দিলীপবাবুর জবাব, ‘‘আমরা জোট করেছিলাম যে মোর্চার সঙ্গে, তার নেতা ছিলেন বিমল গুরুঙ্গ। ওটা ছিল নির্বাচনী সমঝোতা। আবার নির্বাচন এলে কী হবে, দেখা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE