Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মমতার ‘ঠিক’ ছবি বেছে নিল তৃণমূল

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘অফিসিয়াল কিছু নয়। একটা নির্দিষ্ট ছবি বেছে নিলাম দলের জন্য।’’

পরিবর্তন: মুখ্যমন্ত্রীর এই ছবিটিই লাগানো হবে সরকারি দফতর এবং দলীয় কার্যালয়ে। যা দেখাচ্ছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

পরিবর্তন: মুখ্যমন্ত্রীর এই ছবিটিই লাগানো হবে সরকারি দফতর এবং দলীয় কার্যালয়ে। যা দেখাচ্ছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

রবিশঙ্কর দত্ত
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৬
Share: Save:

হাজার হাজার ছবি আছে তাঁর। অবশেষে তারই একটিতে তৃণমূলের সিলমোহর পড়ল। দল বুঝিয়ে দিল, এখন থেকে এটিই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অফিসিয়াল’ ছবি। অর্থাৎ দলীয় দফতর বা সরকারি অফিসগুলিতে একমাত্র এই ছবিটিই রাখা যাবে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘অফিসিয়াল কিছু নয়। একটা নির্দিষ্ট ছবি বেছে নিলাম দলের জন্য।’’

বিধানসভায় মন্ত্রী পার্থবাবুর ঘরে ঝোলানো মুখ্যমন্ত্রীর ছবি থেকেই এই পর্বের সূত্রপাত। সম্প্রতি বিধানসভায় পার্থবাবুর ঘরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা সেরে বেরিয়ে যাওয়ার সময় তাঁর চোখ পড়ে ঘরের পিছনের দেওয়ালে নিজের ছবিটি। মমতা বলে ফেলেন, ‘‘আমার এই ছবি রেখেছেন কেন পার্থদা? আমি কি এত মোটা?’’

এর আগে এক দিন আর এক প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন তাঁর একটি স্কেচ করেছিলেন। সেটি দেখেও মমতা একই ভাবে বলেছিলেন, ‘‘আমি এত মোটা নই।’’

এ বারে তৎপরতা শুরু হয় নেত্রীর ‘ঠিক’ ছবি বেছে নেওয়ার। কারণ পার্থবাবুর ঘরে যে ছবি রয়েছে অধিকাংশ অফিসেই মুখ্যমন্ত্রীর তেমন ছবি শোভা পায়। তিনি নিজে অপছন্দ করায় নতুন ছবি বেছে নেওয়া তাই অনিবার্য হয়ে পড়ে। মঙ্গলবার দলের মহাসচিব সেই কাজটিই সম্পন্ন করলেন। তিন-সাড়ে তিন হাজার ছবি তৈরি করবে তৃণমূল। মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের দফতরে দেওয়া হবে। দলের সব অফিসে পাঠানো হবে। দলের মহাসচিব চাইছেন, দলের সবস্তরের কর্মসূচি বা প্রচারে নেত্রীর এই ছবি ব্যবহার করা হোক। তাঁর কথায়, ‘‘বাধ্যতামূলক নয়। তবে সর্বত্র দলনেত্রীর একই ছবি ব্যবহার করা গেলে বৈশিষ্ট্য তো থাকবেই।’’

এখন থেকে সরকারি কাজকর্মেও মুখ্যমন্ত্রীর এই ছবিই কি ব্যবহার করা হবে? পার্থ বলেন, ‘‘সরকারি বিষয়টি দল ঠিক করতে পারে না। চাইলে সরকারি বিভাগেও এই ছবি ব্যবহার করা যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE